কলকাতা, 10 জুলাই : স্বপ্নের রবিবার ৷ 11 জুলাই 2021, রবিবার বাঙালি ক্রীড়াপ্রেমীদের কাছে স্বপ্নের রবিবার হতে চলেছে ৷ কেন? সকালে ফুটবলপ্রেমী বাঙালির দ্বি-বিভক্ত হওয়ার সময় ৷ কোপার ফাইনালে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা ৷ সন্ধ্যায় উইম্বলডনের পুরুষদের ফাইনালে জকোভিচ ও বেরেত্তিনির দ্বৈরথ ৷ রাতে ইউরোর মেগা যুদ্ধে ইতালি-ইংল্যান্ড ৷ শেষ কবে এক দিনে এত মেগা ম্যাচ দেখেছে বাঙালি তথা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা, তা মনে করা মুশকিল ৷
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাঙালির হৃদয়ের ম্যাচ ৷ দু'ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ম্যাচ । পাড়ায়-পাড়ায়, রাস্তার ওলিতে-গলিতে নীল-সাদা বা হলুদ-সবুজ রঙে রঙিন হওয়ার দিন ৷ ইতিমধ্যে পাড়ায়-পাড়ায় ব্রাজিল- আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গিয়েছে ৷ চায়ের দোকানে, পাড়ার রকে একটাই আলোচনা, রবিবাসরীয় ভোরে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ৷ মেসি বনাম নেইমারের দ্বৈরথ ৷ ফুটবলের এই চিরন্তন লড়াইয়ে কে এগিয়ে ? বাঙালির কাছে এই ম্যাচের তাৎপর্য কোথায়? লাতিন আমেরিকার দুটি দেশ এত মাইল দূরে কলকাতার আপন হয়ে উঠল কীভাবে?
প্রশ্নের উত্তর লুকিয়ে আছে 1958-র বিশ্বকাপে ৷ পেলের পায়ের জাদু দেখে মোহিত হয় বাঙালি ৷ পেলে-গ্যারিঞ্চাদের মধ্যেই নিজেদের ফুটবল সত্ত্বা খুঁজে নেয় খুদে খেলোয়াড়রা ৷ বাঙালি আপন করে নেয় ব্রাজিলকে ৷ 1986-র বিশ্বকাপে আরও এক বিস্ময় প্রতিভাকে দেখে বিশ্ব ফুটবল ৷ আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরে বাঁ পায়ের ম্যাজিকে 5 ফিট 5 ইঞ্চির দিয়াগো মারাদোনা মোহাচ্ছন্ন করে ফেলেছিলেন গোটা বিশ্বকে ৷ বাদ যায়নি বাঙালি ৷ একার হাতেই দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন মারাদোনা ৷ বাঙালিও খুঁজে পায় তার নতুন আইকনকে ৷ ব্রাজিলের ভালবাসায় ভাগ বসায় আর্জেন্টিনা ৷ একমুখী ব্রাজিল ফুটবল প্রেমী বাঙালি দ্বি-বিভক্ত হয়ে যায় ৷