পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মোহনবাগানের সঙ্গে গাঁটছড়া সঠিক সিদ্ধান্ত : হাবাস - ISL

লোগো হিসেবে পালতোলা নৌকা, জার্সির রং হিসেবে সবুজ-মেরুনকে স্বাগত জানাচ্ছেন ATK- মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস ।

Atk mohunbagan tie up
Atk mohunbagan tie up

By

Published : Jul 15, 2020, 1:26 PM IST

কলকাতা, 15 জুলাই : ISL-এর দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি । কিন্তু কোন মাস থেকে শুরু হবে তা নিয়ে ইঙ্গিত মিলতে শুরু করেছে । এই অবস্থায় ATK-মোহনবাগানের বোর্ড মিটিং-ও হয়েছে । আর সেখানে নেওয়া সিদ্ধান্তে খুশি মোহনবাগান সমর্থকরা ।

লোগো হিসেবে পালতোলা নৌকা, জার্সির রং হিসেবে সবুজ-মেরুনকে স্বাগত জানাচ্ছেন ATK- মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । ইতিমধ্যে দল নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি । বলেন, "এই গাঁটছড়া সঠিক পদক্ষেপ । জার্সির সবুজ-মেরুন রং ইতিহাস যোগ করবে ।"

ATK-এর সঙ্গে গাঁটছড়া বেধে মোহনবাগানের ISL-এ প্রবেশকে ঘিরে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে । কলকাতার মাটিতে কোচিং করানোর নিরিখে স্প্যানিশ কোচ জানেন, এই শহরের ফুটবল আবেগের কথা । তাই তিনি বলছেন, "আমাদের মোহনবাগানের ইতিহাসের সুবিধা নিতে হবে । মোহনবাগানের অভিজ্ঞতা এবং ATK-র তারুণ্যের শক্তি, উদ্যমকে কাজে লাগাতে হবে ।"

ইতিমধ্যে ফের সবুজ-মেরুন জার্সি পরার সুযোগ পাওয়ার আনন্দ গোপন করেননি প্রীতম কোটাল, প্রবীর দাসরা । দুই চ্যাম্পিয়নের গাঁটছড়া প্রত্যাশার পারদ চড়াচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details