কলকাতা, 15 জুলাই : ISL-এর দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি । কিন্তু কোন মাস থেকে শুরু হবে তা নিয়ে ইঙ্গিত মিলতে শুরু করেছে । এই অবস্থায় ATK-মোহনবাগানের বোর্ড মিটিং-ও হয়েছে । আর সেখানে নেওয়া সিদ্ধান্তে খুশি মোহনবাগান সমর্থকরা ।
লোগো হিসেবে পালতোলা নৌকা, জার্সির রং হিসেবে সবুজ-মেরুনকে স্বাগত জানাচ্ছেন ATK- মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাস । ইতিমধ্যে দল নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি । বলেন, "এই গাঁটছড়া সঠিক পদক্ষেপ । জার্সির সবুজ-মেরুন রং ইতিহাস যোগ করবে ।"