পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ইস্টবেঙ্গলের জার্সিতে 1920-র ছোঁয়া ! - football

আজ বিকেলে নতুন মরশুমের জার্সি উন্মোচন করল ইস্টবেঙ্গল । এবছর ক্লাবের শতবর্ষ ।

ইস্টবেঙ্গলের জার্সিতে 1920-র ছোঁয়া

By

Published : Jul 27, 2019, 8:53 PM IST


কলকাতা, 27 জুলাই : একশো বছর আগে ইস্টবেঙ্গল যে ডিজ়াইনের জার্সি পরে মাঠে নেমেছিল চলতি মরশুমে সেই আদলের জার্সি গায়ে মাঠে নামবেন সামাদ আলি মল্লিক, পিন্টু মাহাতরা । আজ বিকেলে নতুন মরশুমের জার্সি উন্মোচন করল ইস্টবেঙ্গল । এবছর ক্লাবের শতবর্ষ । একশো বছরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ক্লাব ফিরল তাদের প্রথম দিনে । প্রাক্তন ফুটবলার নেপাল চক্রবর্তীর বাড়িতে পাওয়া গেছে 1925 সালের ব্যবহৃত জার্সি । তারই আদলে চলতি মরশুমে জার্সি তৈরি করা হয়েছে ।

আজ জার্সি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন পিন্টু মাহাত ও সামাদ আলি মল্লিক । মঞ্চে তখন উপস্থিত সচিব কল্যাণ মজুমদার, সহসচিব শান্তিরঞ্জন দাশগুপ্ত, ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ও বিনিয়োগ সংস্থার প্রতিনিধি ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি । সেদিনের লাল হলুদ জার্সির আদলে চলতি মরশুমের জার্সি তৈরি করা সত্যি অভিনব । জার্সিতে "একাই একশো" লোগো থাকছে । যা সারাবছর জার্সিতে থাকবে । শতবর্ষ পালনের অনুষ্ঠানের বোধন 28 জুলাই, রবিবার । কুমার টুলি পার্কে ইস্টবেঙ্গলের ধাত্রীগৃহ থেকে মশাল যাত্রা দিয়ে শতবর্ষ পালনের শুরু । যা প্রাক্তন তারকা ফুটবলারদের হাত ধরে ক্লাবে আসবে । বাহক তালিকায় থাকবে বাইচুং, সুভাষ ভৌমিক সহ একাধিক তারকা প্রাক্তনী । পয়লা অগাস্টের অনুষ্ঠান নেতাজি ইনডোর স্টেডিয়ামে । শতবর্ষ পালন চলবে দু'বছর ধরে । প্রাক্তন তারকা তুলসীদাস বলরামকে শতবর্ষে ভারত গৌরব সম্মান দেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব নয় । কারণ অভিমানে দূরে সরে রয়েছেন 1962সালের এশিয়ান গেমসের সোনাজয়ী দলের সদস্য । যার কারণ অজ্ঞাত । ইস্টবেঙ্গল ক্লাব তার জীবিত অধিনায়কদের সংবর্ধিত করবে । বাকিদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে । সেই তালিকায় রয়েছেন গোষ্ঠ পাল । 1920 সালে তিনি ইস্টবেঙ্গল অধিনায়ক ছিলেন ।

পয়লা অগাস্ট সকালে ক্লাব মাঠেই হবে অনুশীলন । এই ব্যাপারে কোচ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার সম্মতি মিলবে বলে জানানো হয়েছে । এ মরশুমে অধিনায়ক ব্র্যান্ডন, তা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে । পয়লা অগাস্ট ইস্টবেঙ্গলের বর্তমান দলের ফুটবলাররা পতাকা উত্তোলনের সময় উপস্থিত থাকবেন । শতবর্ষের অনুষ্ঠানে তারকা সদস্য লতা মঙ্গেশকর, অমর্ত্য সেনের শুভেচ্ছা বার্তা জোগাড়ের চেষ্টা চলছে ।

ABOUT THE AUTHOR

...view details