কলকাতা , 18 জুন : করোনার ধাক্কায় প্রচণ্ড আর্থিক সমস্যায় রাজ্য ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ ৷ পরিস্থিতি এতটাই খারাপ যে আগামী মাসে কর্মীদের বেতন দেওয়ার টাকাও নেই । এমনকি বিদ্যুতের মাশুলসহ একাধিক বিষয়ের আর্থিক ভার বহন করার পরিস্থিতিও নেই । বৃহস্পতিবার আইএফএ-র ফিনান্স কমিটি এই বিষয়ে জরুরি বৈঠকে বসে ৷ যেসব উপায়ে অর্থের যোগান সম্ভব তার জন্য সময় একটা বড় বাধা ৷ সমস্যা মেটাতে আইএফএ-র সদস্যদের কাছে অর্থ সাহায্যের আবেদন করা হয়েছে ৷ এই অবস্থায় জুলাইয়ের খরচ চালাতে 25 লাখ টাকা ঋন দেওয়ার কথা বলেছেন আইএফএ সচিব । অবস্থা ফিরলে ঋণ ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । এই বিষয়ে সদস্যরা সকলেই একমত হয়েছেন ৷
আইএফএ-র চেয়ারম্যান সুব্রত দত্ত বলেছেন, " টাকার দরকার এখনি । তা না হলে জুন মাসটা হয়তো চলে যাবে কিন্তু জুলাই মাসে আমরা বিপদে পড়ব । নতুন মার্কেটিং সংস্থাকে নিয়ে এসে কথা বলে ঠিক করতে, চুক্তি করতে অগাস্ট হয়ে যাবে । গতবছর আমরা করোনা পরিস্থিতির কারনে লিগ- শিল্ড কিছুই করতে পারিনি । ফলে আমাদের আমাদের আর্থিক পৃষ্ঠপোষকদের কাছ থেকেও কোন অর্থ নিতে পারিনি । আইএফএ-র অর্থনৈতিক অবস্থা তাই শোচনীয় । যদি এই মাসের মাইনে দেওয়া হয় তাহলে অন্য খরচ আমরা করতে পারব না । যেমন ইলেকট্রিক বিল,টেলিফোন বিল,স্টাফদের গ্র্যাচুইটি পেমেন্ট, টিডিএস কাটা সম্ভব হচ্ছে না । "