পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IFA শিল্ডের সূচি প্রকাশ

সুব্রত দত্ত বলেন, হোটেল থেকে মাঠে নামলে কোরোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না এই ধারণা অমূলক । বরং বাড়িতে সর্তকতা আরও বেশি করে অবলম্বন সম্ভব ।

সুব্রত দত্ত
সুব্রত দত্ত

By

Published : Nov 19, 2020, 11:20 AM IST

কলকাতা, 19 নভেম্বর : শিল্ড ঘিরে কোরোনা সতর্কতা সংক্রান্ত বিতর্ক অস্বস্তি তৈরি করেছে IFA-তে । রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন, সাধ্যের মধ্যে থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে । অংশগ্রহণকারী 12টি দলকে এই ব্যাপারে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি IFA তার সাধ্যমতো সাহায্যের হাত বাড়াবে ।

সুব্রত দত্ত বলেন, হোটেল থেকে মাঠে নামলে কোরোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না এই ধারণা অমূলক । বরং বাড়িতে সর্তকতা আরও বেশি করে অবলম্বন সম্ভব । তা ছাড়া সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কোরোনা সতর্কতা সংক্রান্ত যে নির্দেশ দিয়েছে তা মেনেই 123তম IFA শিল্ড আয়োজনের ব্যবস্থা করা হয়েছে ।

IFA শিল্ডের সূচি প্রকাশ

6 ডিসেম্বর থেকে IFA শিল্ড শুরু হচ্ছে । ফাইনাল 19 ডিসেম্বর । 12 দলীয় এই প্রতিযোগিতায় চারটি গ্রুপ করা হয়েছে । মহামেডান স্পোর্টিং, সুভেদা FC, ইন্ডিয়ান অ্যারোজ়, গোকুলাম FC এই চারটি দল আই লিগের প্রাক্কালে IFA শিল্ডকে প্রস্তুতি হিসেবে ব্যবহার করতে চায় । কলকাতা লিগের আট দল খিদিরপুর SC , কালিঘাট MS, পিয়ারলেস SC, এরিয়ান, ইউনাইটেড স্পোর্টস এবং BSS শিল্ড জয়ের লক্ষ্যে দৌড় শুরু করবে ।

চ্যাম্পিয়ন দল 3 লাখ এবং রানার্স 2 লাখ টাকা আর্থিক পুরস্কার পাবে । সেরা কোচ পাবেন প্রদীপ ব্যানার্জি স্মৃতি পুরস্কার । সেরা খেলোয়াড়ের হাতে উঠবে চুনী গোস্বামী স্মারক ট্রফি । বুধবার দক্ষিণ কলকাতার একটি হোটেলে মন্ত্রী সুজিত বসুর উপস্থিতিতে IFA শিল্ডের ক্রীড়াসূচি প্রকাশ করা হয় ।

তবে সাধ্যমতো ব্যবস্থা করা হলেও কোরোনা IFA শিল্ড আয়োজনের প্রধান কাঁটা । এই আশঙ্কা আরও জোরালো হয়েছে ISL-র দল নর্থইস্ট ইউনাইটেড শিবিরে ক‍োরোনার থাবার খবর সামনে আসাতে । তা সত্ত্বেও IFA কর্তারা আয়োজনের ব্যাপারে সতর্ক এবং আত্মবিশ্বাসী ।

ABOUT THE AUTHOR

...view details