সাও পাওলো, 7 সেপ্টেম্বর : অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন পেলে ৷ কোলন টিউমারের সফল অস্ত্রোপচারকে সোশ্যাল মিডিয়ায় 'বিরাট জয়' অ্যাখ্যা দিলেন কিংবদন্তি ব্রাজিলীয় ফুটবল তারকা ৷
রুটিন মেনে কার্ডিওভাসকুলার ও অন্যান্য শারীরিক পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। চেক আপের সময়ে তাঁর কোলনে টিউমার ধরা পড়ে। দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের চিকিৎকরা ৷ 80 বছরের ফুটবল কিংবদন্তির কোলন টিউমারের সফল অস্ত্রোপচার হয় ৷ অস্ত্রোপচারের পর নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলে এটাকে 'গ্রেট ভিকট্রি ' অ্যাখ্যা দেন ফুটবল সম্রাট ৷ পরিবার ও বন্ধুদের সাহায্যে কঠিন সময় পেরিয়ে গিয়েছেন বলেও জানান তিনি ৷ হাসপাতালের তরফেও তাঁর ভক্তদের আশ্বস্ত করা হয়েছে ৷
আরও পড়ুন :বিরাটকে এই গ্রহের সুপারস্টার বলছেন ওয়ার্ন
হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, পেলের রুটিন চেক-আপের সময় টিউমার ধরা পড়ে। শনিবার তাঁর অস্ত্রোপচার হয় ৷ মঙ্গলবার তিনি আইসিইউ থেকে বেরোতে পারবেন। টিউমারটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে তিনি এখনও সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ ( 1958, 1962, 1970) জিতেছেন পেলে ৷ দেশের হয়ে 92টি ম্যাচে 77টি গোল করেছেন। তাঁর এই রেকর্ড এখনও কোনও ব্রাজিলীয় ছুঁতে পারেননি। ক্লাবের হয়ে কিংবদন্তি এই ফুটবলার 659টি ম্যাচে 684টি গোল করেছেন।
আরও পড়ুন :বিদেশের মাটিতে সাফল্যের রহস্য ফাঁস করলেন বুমরা
অস্ত্রোপচারের আগে প্রবাদপ্রতিম ফুটবলার বলেছিলেন, এই ম্যাচটাও তিনি হাসিমুখে খেলতে চান। খেলেছেনও সেভাবেই। অস্ত্রোপচারে পর সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আমি ভাল আছি। আমি সৌভাগ্যবান। অন্যবারের মতো আমি আমার আনন্দের মুহূর্তগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারছি। হাসিমুখেই আমি ম্যাচটা জিততে চেয়েছিলাম ৷ পরিবার ও বন্ধুদের শুভেচ্ছা ও ভালবাসায় আমি এখন সুস্থ ৷"