লন্ডন, 25 জুলাই : 2020-21 সালের ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে চলতি বছরের 12 সেম্পেম্বর ৷ এবং ফাইনাল রাউন্ডের খেলা শুরু হবে 2021 সালের 23 মে ৷ শুক্রবার একথা জানিয়ে দিল প্রিমিয়ার লিগ কতৃপক্ষ ৷
যদিও নতুন মরসুম শুরু হওয়ার কথা ছিল 8 অগাস্ট ৷ কিন্তু 2019-20 সালের প্রিমিয়ার লিগের খেলা কোরোনা ভাইরাসের প্রকোপের কারণে প্রায় তিন মাস বন্ধ থাকে ৷ তাই নতুন মরসুম শুরু হতে চলেছে সেপ্টেম্বরে ৷
চলতি মরসুম শেষ হতে চলেছে আগামী রবিবার ৷ তারপর নতুন মরসুমে নামার আগে প্রস্তুতির জন্য দলগুলি 7 সপ্তাহ সময় পাবে ৷ যদিও এই সময়ে চ্যাম্পিয়ন লিগ ও ইউরোপা লিগে অংশ নেবে দলগুলি ৷ এই দুই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে যথাক্রমে 23 অগাস্ট ও 21 অগাস্ট ৷