পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফ্যান থেকে ফুটবলার, সুপার লিগ নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব

ইউইএফএর তরফ থেকে ঘোষণা করা হয় যে সমস্ত খেলোয়াড়রা এই সুপার লিগ খেলবেন, তাঁরা ফিফার অনুষ্ঠিত অন্য কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না ৷ ইউইএফএ চ্যাম্পিয়নস লিগ, ফিফা আয়োজিত বিশ্বকাপ, ইউরো কাপ কোনও কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না সেই সমস্ত খেলোয়াড়রা ৷

সুপার লিগ নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব
সুপার লিগ নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব

By

Published : Apr 21, 2021, 2:11 PM IST

লন্ডন, 21 এপ্রিল : রবিবার বিশ্বের বড় বড় ক্লাবগুলিতে নিয়ে ইউরোপিয়ান সুপার লিগ নামে একটি টুর্নামেন্টের কথা ঘোষণা হতেই হইচই পড়ে যায় বিশ্ব ফুটবলে ৷ ইউরোপের বারোটি বড় বড় ক্লাব এই সুপার লিগে টাকা বিনিয়োগের কথা জানান ৷ এই ক্লাবগুলির মধ্যে ছিল ইপিএলের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুর, টটেনহ্যাম এবং চেলসি ৷ এছাড়াও ইতালির সিরিয়া এ থেকে জুভেন্টাস, এসি মিলান এবং স্পেনের লা লিগা থেকে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ এই লিগে বিনিয়োগ করে অংশগ্রহণের কথা জানান ৷ পাপা পেরেজ়ের এই লিগে বড় অঙ্কের লাভ হবে বিনিয়োগকারী দলগুলির ৷ জানা গিয়েছে, লিগ থেকে প্রাপ্ত লাভের পুরো টাকাই ভাগ করে দেওয়া হবে বিনিয়োগকারী 15 দলের মধ্যে ৷ আগের মতো ফিফা কিংবা অন্য কোথাও রাজস্ব দিতে হবে না ৷ ইউইএফা ফ

ইউএফএ চ্যাম্পিয়নস লিগের জন্য প্রত্যেক ক্লাবকে যোগ্যতা অর্জন করতে হত ৷ কিন্তু এই সুপার লিগে 15 টি স্থান সীমাবদ্ধ ৷ এই 15 স্থানেই 15 টি দল খেলবে যারা এই লিগের জন্য বিনিয়োগ করবে ৷ এই লিগ ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েন ফুটবলাররা ৷ এতে ক্ষতি হবে ফুটবলের বলে মনে করেন সমর্থকদের একাংশ ৷ এই লিগের বিরোধে সরব হন প্রাক্তন ফুটবলার, বর্তমান ফুটবাল থেকে ক্লাব গুলি ৷ টাকার কাছে ফুটবলকে বিক্রি করতে নারাজ হয়ে পড়েন ফুটবলের এক বড়ো অংশ ৷ নেট দুনিয়ায় ওঠে ঝড় ৷ টটেনহ্যামের ম্যানেজার মোরিনহো প্রতিবাদ করায় তাঁকে চাকরি হারাতে হয় ৷ ইউইএফএর তরফ থেকে ঘোষণা করা হয় যে সমস্ত খেলোয়াড়রা এই সুপার লিগ খেলবেন, তাঁরা ফিফার অনুষ্ঠিত অন্য কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না ৷ ইউইএফএ চ্যাম্পিয়নস লিগ, ফিফা আয়োজিত বিশ্বকাপ, ইউরো কাপ কোনও কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না সেই সমস্ত খেলোয়াড়রা ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত ধোনির মা-বাবা, ভরতি হাসপাতালে

এরপরই ধীরে ধীরে সুপার নাম লিগ থেকে নাম তুলতে থাকে ক্লাবগুলি ৷ দর্শকদের জন্যই যে ফুটবল, তা বোঝাতে পিছিয়ে আসতে থাকে দলগুলি ৷ এবার প্রিমিয়ার লিগের ছয় দল নিজেদের নাম তুলে নিল ৷ অন্যদিকে বার্সেলোনার তরফ থেকে টুইটে জানানো হয়েছে সদস্যদের ভোট করে তবে সিদ্ধান্ত নেওয়া হবে যে সুপার লিগে তারা অংশগ্রহণ করবে কি না ৷

ABOUT THE AUTHOR

...view details