কলকাতা 27 জুন : অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা লিগ শুরু করার পরিকল্পনা আইএফএর । পয়লা জুলাই অংশগ্রহণকারী ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করবেন সচিব জয়দীপ মুখোপাধ্যায় । লিগ শুরু করা নিয়ে ক্লাবগুলোর মনোভাব জানার পরের দিন 2 জুলাই সাবকমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে । আইএফএর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলো । 2019 সালে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল পিয়ারলেস । খিদিরপুর ক্লাব এবং পাঠচক্র প্রিমিয়ার ডিভিশনে উঠে এসেছিল । বড় তিন ক্লাবের বাইরে অর্ধশতাব্দী পরে কোনও ছোট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল পিয়ারলেস ।
একটা বছর করোনা সংক্রমণের কারণে খেলা হয়নি । এই বছরও মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ অব্যাহত, তৃতীয় ঢেউ উঁকি মারছে । ফলে লিগের ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কা রয়েছে । ইতিমধ্যে ফুটবলার, কোচ, রেফারিরা ফুটবল ছেড়ে অন্য পেশায় পা বাড়াতে শুরু করেছেন । ফুটবল প্রতিভার গণদিগভ্রষ্টতা রুখতে ক্লাবগুলো লিগ শুরু করার পক্ষে । তবে বর্তমান প্রেক্ষাপটে তারা দল তৈরি করার মত জায়গায় নেই ।
পয়লা জুলাই আইএফএর বৈঠকে ক্লাব প্রতিনিধিরা অংশ নেবেন । শেষ কলকাতা লিগের চ্যাম্পিয়ন পিয়ারলেস ক্লাবের ফুটবল কর্তা অশোক দাশগুপ্ত বলছেন ," আমরা পরিকল্পনা ছকে রেখেছি । চ্যাম্পিয়ন ক্লাব হিসেবে খেলব না বলতে পারি না । আইএফএর বৈঠকে যাব । এবং তাদের পরিকল্পনা বুঝতে চাইব । তারপরেই আমরা সিদ্ধান্ত নেব । ফুটবলার এবং কোচেদের সঙ্গে যোগাযোগ রয়েছে । জহর দাসের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম । বিদেশি ফুটবলার নেওয়ার বিষয়ে আইএফএর ভাবনা চিন্তা জানতে হবে । বিদেশিদের মধ্যে কাদের পাওয়া যাবে সেটাও দেখার বিষয় । একটা কথা বলতে চাই, আমরা ময়দানে বল গড়ানোর পক্ষে ।"