কলকাতা, 23 জুন : শেষ হয়ে হইল না শেষ। রবীন্দ্রনাথের ছোটো গল্পের সংজ্ঞার মতো অবস্থা এখন ইস্টবেঙ্গলের ৷ দলের বিদেশি ফুটবলাররা দেশে ফিরে গেছেন ৷ কিন্তু দেশে ফিরেই লাল-হলুদের বিনিয়োগকারী সংস্থার বিরুদ্ধে নানা ইশু নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা ৷
ফুটবলারদের বাড়ি ফেরা নিয়ে, চুক্তি নিয়ে প্রয়োজনে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা FIFA-র দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন দলের বিদেশি ফুটবলাররা । লকডাউনের বাজারে কিছুটা অপ্রত্যাশিতভাবে লাল-হলুদ ফুটবলারদের চুক্তি ছেদ করেছিল বেঙ্গালুরুস্থিত বিনিয়োগকারী সংস্থা কোয়েস। একমাসের বেতন না দেওয়ার কথা বলা হয় চুক্তিছেদের সময় ।
কিন্তু জনি অ্যাকোস্টা, কাশিম আইদারা এবং ফিজিও কার্লোস নোদার চুক্তিছেদের বিষয়টি মানেননি । এবং এক মাসের বেতন না দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছিলেন তাঁরা । 31 জুলাইয়ের মধ্যে বকেয়া বেতন দেওয়ার কথা বলে গিয়েছেন ভারত ছাড়ার আগে । চুক্তি ছেদের বিষয়টি মানতে পারেননি হাইমে স্যান্টোস কোলাডোও । কারণ তাঁর চুক্তি ছিল 2021 পর্যন্ত । তাঁর আইনজীবী ইতিমধ্যে ইস্টবেঙ্গলকে চিঠি দিয়েছেন । এবার বকেয়ার দাবি না মিটলে জনি অ্যাকোস্টা, কাশিম আইদারা, কার্লোস নোদাররা ফিফার দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন।