পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

অ্যাকোস্টা-আইদারাদের বকেয়া সমস্য, ইস্টবেঙ্গলে ফের অশান্তির ইঙ্গিত - unrest in East Bengal again

চুক্তি নিয়ে প্রয়োজনে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা FIFA-র দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন দলের বিদেশি ফুটবলাররা । লকডাউনের বাজারে কিছুটা অপ্রত্যাশিতভাবে লাল-হলুদ ফুটবলারদের চুক্তি ছেদ করেছিল বেঙ্গালুরুস্থিত বিনিয়োগকারী সংস্থা কোয়েস। একমাসের বেতন না দেওয়ার কথা বলা হয় চুক্তিছেদের সময় ।

image
জনি অ্যাকোস্টা

By

Published : Jun 23, 2020, 2:16 AM IST

কলকাতা, 23 জুন : শেষ হয়ে হইল না শেষ। রবীন্দ্রনাথের ছোটো গল্পের সংজ্ঞার মতো অবস্থা এখন ইস্টবেঙ্গলের ৷ দলের বিদেশি ফুটবলাররা দেশে ফিরে গেছেন ৷ কিন্তু দেশে ফিরেই লাল-হলুদের বিনিয়োগকারী সংস্থার বিরুদ্ধে নানা ইশু নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা ৷

ফুটবলারদের বাড়ি ফেরা নিয়ে, চুক্তি নিয়ে প্রয়োজনে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা FIFA-র দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন দলের বিদেশি ফুটবলাররা । লকডাউনের বাজারে কিছুটা অপ্রত্যাশিতভাবে লাল-হলুদ ফুটবলারদের চুক্তি ছেদ করেছিল বেঙ্গালুরুস্থিত বিনিয়োগকারী সংস্থা কোয়েস। একমাসের বেতন না দেওয়ার কথা বলা হয় চুক্তিছেদের সময় ।

কিন্তু জনি অ্যাকোস্টা, কাশিম আইদারা এবং ফিজিও কার্লোস নোদার চুক্তিছেদের বিষয়টি মানেননি । এবং এক মাসের বেতন না দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছিলেন তাঁরা । 31 জুলাইয়ের মধ্যে বকেয়া বেতন দেওয়ার কথা বলে গিয়েছেন ভারত ছাড়ার আগে । চুক্তি ছেদের বিষয়টি মানতে পারেননি হাইমে স্যান্টোস কোলাডোও । কারণ তাঁর চুক্তি ছিল 2021 পর্যন্ত । তাঁর আইনজীবী ইতিমধ্যে ইস্টবেঙ্গলকে চিঠি দিয়েছেন । এবার বকেয়ার দাবি না মিটলে জনি অ্যাকোস্টা, কাশিম আইদারা, কার্লোস নোদাররা ফিফার দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুন :- সোসিদাদকে 2-1 গোলে হারিয়ে লা-লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

ইতিমধ্যে পিন্টু মাহাতা, অভিষেক আম্বেদকর, লালরিনডিকা রালতেও লাল-হলুদের বিদায়ী বিনিয়োগকারীর বিরুদ্ধে চিঠি দিয়েছেন । ফলে, ইস্টবেঙ্গলে বকেয়া সমস্যা মিটেও মিটছে না । বড় ধরনের অশান্তির ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ইঙ্গিত দিচ্ছে ।

এদিকে বিনিয়োগকারী সংস্থা চুক্তি শেষ করার কথা বললেও বিচ্ছেদের কাগজ ইস্টবেঙ্গলের হাতে দেয়নি । ফলে, স্পোর্টিং রাইটস ক্লাবের কাছে ফিরে আসেনি । সময় যত এগোচ্ছে ততই বিষয়টি ঘোরাল হচ্ছে । ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাবকর্তারা আলোচনায় বসেছিলেন । সেখানে পরিস্থিতি খতিয়ে দেখে ধীরে চলো নীতির সিদ্ধান্ত হয়েছে । বুধবার ফের ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে বসার কথা । সেখানে ক্লাবের নয়া CEO নিয়োগ নিয়ে উত্তপ্ত হতে পারে । পাশাপাশি ক্লাবের পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা হতে পারে।

ABOUT THE AUTHOR

...view details