নয়াদিল্লি, 12 মার্চ: করোনায় আক্রান্ত হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। গতকাল সন্ধ্যায় নিজেই টুইট করে সেকথা জানান তিনি। রিপোর্টও পজিটিভ এসেছে। আপাতত স্থিতিশীল আছেন ছেত্রী।
নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে ছেত্রী জানান, এই খবর মোটেই খুশির নয়। নিজের অনুগামীদের উদ্দেশ্য করে লেখেন, "আপনারা জেনে হতাশ হবেন যে আমি করোনায় আক্রান্ত। তবে আপাতত আমি সুস্থই আছি। খুব শীঘ্রই করোনাকে হারিয়ে আমি ফুটবল ময়দানের লড়াইয়ে ফিরব।"
ছেত্রী কিছুদিন আগে ইন্ডিয়ান সুপার লিগের সপ্তম সেশনে বেঙ্গালুরু এফসির হয়ে মাঠে নেমেছিলেন। তবে সেই সেশনে তেমন একটা ইতিবাচক ফলাফল ছিল না। লিগস্তরে সাত পয়েন্ট নিয়েই থামতে হয় তাঁদের। এই মাসেই দুটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। ম্যাচ দুটি হবে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। যে খেলা অনুষ্ঠিত হবে আগামী 25 এবং 29 মার্চ। ম্যাচ দুটি আগে সুনীল ছেত্রীর সুস্থ হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।
আরও পড়ুন: দখলে একাধিক রেকর্ড, জন্মদিনে সুনীল ছেত্রী
সুনীল ছেত্রী 2017-18 সালের হিরো অফ দি লিগ পুরস্কার পান। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন 2017 সালের প্লেয়ার অফ দি ইয়ারের শিরোপাও পান সুনীল।