পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নতুন কোচের অধীনে আমরা অনেক খোলামেলা : সুনীল - igor stimac

নতুন কোচ ইগর স্টিমাচের অধীনে সাতদিন অনুশীলন করে খুশি সুনীল । ইগরের ফুটবল জ্ঞান ও বুদ্ধি দেখে আপ্লুত । তাঁর খোলা মানসিকতা মনে ধরেছে । নতুন কোচের অধীনে তাঁরা যে অনেক খোলা মনে আলোচনা করতে পারছেন তা মনে করিয়ে দিয়েছেন সুনীল ।

সুনীল

By

Published : Jun 3, 2019, 2:07 AM IST

কলকাতা, 3 জুন : ফিটনেসের দিক থেকে তিনি যে চূড়ান্ত জায়গায় রয়েছেন সে ব্যাপারে দ্বিমত নেই সুনীল ছেত্রীর । কিংস কাপ খেলতে যাওয়ার আগে ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, দলের প্রস্তুতি নিয়েও তাঁর কোনও সন্দেহ নেই । তাই ভালো কিছু করার আশা করাই যেতে পারে । কিংস কাপেই প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াকে টপকে যাবেন সুনীল ছেত্রী । দেশের জার্সিতে দু'জনের ম্যাচ সংখ্যা ১০৭ । দেশের হয়ে 67টি গোল করেছেন সুনীল । যা আর কোনও ভারতীয় স্ট্রাইকারের নেই ।

সুনীল বলছেন, "ফিটনেসের সর্বোচ্চ জায়গায় রয়েছি আমি । শৃঙ্খলাপরায়ণ জীবন, নিয়ম মেনে খাওয়া-দাওয়া, কড়া অনুশীলন আমাকে ফিট হতে সাহায্য করেছে ।" অতীতের দিকে না তাকিয়ে দেশের হয়ে খেলাকেই সবচেয়ে বড় তৃপ্তির মনে করেন । পুরো প্রক্রিয়াটি যে তিনি উপভোগ করছেন সে ব্যাপারে কোনও সংশয় নেই সুনীল ছেত্রীর । কিংস কাপের প্রথম ম্যাচ খেললেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এককভাবে দখলে চলে আসবে । ভারতীয় দলের বর্তমান অধিনায়ক অবশ্য বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ । কারণ এধরনের আলোচনা ফুটবলকে বিদায় জানানোর পরেই করতে চান । তবে ভারতীয় ফুটবল নিয়ে আলোচনার সময় সবাই যখন দেখে রেকর্ডগুলো সবই তাঁর নামে তা শুনতে বা দেখতে গর্ব হয় । অথচ একটা লোক দেশের হয়ে খেলার কথা কখনও চিন্তা করেনি । গোল করার কথা স্বপ্নেও ভাবেনি । এখন এগুলো দেখলে পুরো এপিসোডটাই অবিশ্বাস্য লাগে সুনীল ছেত্রীর ।

নতুন কোচ ইগর স্টিমাচের অধীনে গত সাতদিন অনুশীলনের পরে খুশি তিনি । ইগরের ফুটবল জ্ঞান ও বুদ্ধি দেখে আপ্লুত । তাঁর খোলা মানসিকতা মনে ধরেছে । নতুন কোচের অধীনে তাঁরা যে অনেক খোলা মনে আলোচনা করতে পারছেন তা মনে করিয়ে দিয়েছেন সুনীল ।

নতুন কোচের অধীনে নতুন অভিযান । সামনে নতুন নজিরের হাতছানি । লক্ষ্যে স্থির সুনীল ছেত্রী ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details