পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ সুখবিন্দর সিং - mohunbagan

বকেয়া বেতনের দাবিতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির হস্তক্ষেপ দাবি করেছেন সুখদেব সিং। বিষয়টি নিয়ে দ্রুত বৈঠক করার কথা জানিয়েছে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ।

সুখবিন্দর সিং
সুখবিন্দর সিং

By

Published : Jun 12, 2020, 10:54 PM IST

কলকাতা, 12 জুন : ফুটবলারদের বেতন বিভ্রাট কিছুতেই ছাড়ছে না মোহনবাগানকে। এবার সবুজ মেরুনের বিরুদ্ধে বেতন না পাওয়ার অভিযোগ তুলে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হলেন সুখদেব সিং।

মিনার্ভা পঞ্জাবের প্রাক্তনীকে দলে নিতে 2018 সালে ঝাঁপিয়েছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। 16 লাখ টাকা ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু সুখদেব সিং তাদের বলে দাবি করে, আসরে নামে মোহনবাগানও । এই অবস্থায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিতর্ক মেটে। ইস্টবেঙ্গলের উপর ফুটবলার নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেমে আসে। সুখদেব সিংকে মোহনবাগানের পক্ষে সই করার অনুমতি দিলেও তারওপর আর্থিক জরিমানা নেমে আসে। সমস্যা মিটিয়ে মাঠে নামেন সুখদেব ।

কিন্তু চোট পান । চোটের ধাক্কায় ফের ছিটকে যান এই ডিফেন্ডার। গত মরসুমে কিবু ভিকুনার কোচিংয়ে ফিরে এসেছিলেন । কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি। কলকাতা লিগ এবং ডুরাণ্ডে কিবু ভিকুনা সুযোগ সুখদেব সিংকে দিলেও আই লিগে তাঁর জায়গা হয়নি। নতুন মরসুমে ATK-র সঙ্গে গাঁটছড়া বেধে মোহনবাগান ISL খেলবে। এই পরিস্থিতিতে বকেয়া বেতন নিয়ে সরব হয়েছেন সুখদেব সিং। এবং বিষয়টি নিষ্পত্তি করতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির হস্তক্ষেপ দাবি করেছেন।

বিষয়টি নিয়ে দ্রুত বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। এই বিতর্কের পাশাপাশি মোহনবাগান গত মরসুমের বকেয়া বেতন দুই পর্বে মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছে। প্রথম পর্বটি 30 জুনের মধ্যে দেওয়া হবে। বাকিটা 20 জুলাইয়ের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। পাশাপাশি আই লিগ জয়ের ইনসেনটিভ দেওয়া হবে। আপাতত সুখদেব সিংয়ের অভিযোগ বড় চিন্তা মোহনবাগানের।

ABOUT THE AUTHOR

...view details