পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

আইনি লড়াই নয়, সমাধানের পথ আলোচনার টেবিলেই : সুব্রত দত্ত - FIFA

আইনের পথে আই লিগের ক্লাবগুলো হয়ত দিশা পাবে কিন্তু আখেরে ক্ষতি হবে দেশের ফুটবলের । তাই ক্লাবজোট ও ফেডারেশনের আলোচনার টেবিলে বসা উচিত ।

সুব্রত দত্ত

By

Published : Jul 16, 2019, 4:52 PM IST

কলকাতা, 16 জুলাই : আইনি পথে নয় আলোচনার টেবিলে সমস্যা মেটানোর পক্ষে জোরালো সওয়াল করলেন সুব্রত দত্ত । IFA অনুমোদিত স্কুল ফুটবল লিগের অনুষ্ঠানে যোগ দিতে এসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন," আইনের পথে আই লিগের ক্লাবগুলো হয়ত দিশা পাবে কিন্তু আখেরে ক্ষতি হবে দেশের ফুটবলের । কারণ ফুটবলে আইনের কচকচানি FIFA ও AFC ভালো চোখে নেবে না । উলটে শাস্তির খাড়া নেমে আসার আশঙ্কা বাড়বে । তাই সমস্যা মেটাতে ক্লাবজোট ও ফেডারেশনের আলোচনার টেবিলে বসা উচিত ।"

একই সঙ্গে IS-কে শীর্ষ লিগের তকমা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, "2005 ও পরবর্তী সময়ে 2010 সালে আর্থিক দায় লাঘব করতে FSDL-র সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা হয়েছিল । ফেডারেশন এই চুক্তির মান্যতা দিতে বাধ্য । সেই কারণেই ISL-কে শীর্ষ লিগের তকমা দেওয়া হচ্ছে । তাই আগামী তিনবছর আই লিগ ও ISl-র সমান্তরাল পথে চলাই ভবিতব্য । যা ক্লাবগুলিকে মেনে নিতেই হবে । "

ISL-এর ফ্র্যাঞ্চাইজ়িদের মান্যতা দিতেই হবে কারণ AIFF চুক্তিবদ্ধ । তাই সুব্রত দত্ত মনে করেন আই লিগ বর্তমানে পরিস্থিতির শিকার । তিনি নিজে কোনওদিন ফ্র্যাঞ্চাইজ়িদের সঙ্গে আলোচনায় বসেননি । তাদের ফেডারেশন পরিচালিত বলেও মনে করেন না। তবে বর্তমানে জটিল থেকে জটিলতর হয়ে ওঠা সমস্যা মেটাতে ফেডারেশন ও ক্লাবজোট দু পক্ষেরইযে এগিয়ে আসা জরুরি সেব্যাপারে সন্দেহ নেই AIFF সিনিয়র সহ সভাপতির ।

ABOUT THE AUTHOR

...view details