কলকাতা, 5 মে : ফুটবলার সুব্রত ভট্টাচার্যের সঙ্গে কোচ সুব্রত ভট্টাচার্যের কোনও তুলনা চান না তিনি । কলকাতা ময়দান, ভারতীয় ফুটবলের সঙ্গে যোগাযোগ প্রায় চল্লিশ বছরের । বর্ণময় ফুটবলার জীবনের পাশাপাশি কোচ হিসেবে সাফল্য নজরকাড়া । ফুটবলার সুব্রতর যাবতীয় সাফল্য সবুজ মেরুন জার্সিতে । কিন্তু কোচ সুব্রত মোহনবাগান ইস্টবেঙ্গল দুই প্রধানেই সাফল্য পেয়েছেন ।
কোচ সুব্রত এবার সাদা কালো ডাগ আউটে । পাশাপাশি তিন প্রধানেই কোচ হওয়ার কৃতিত্ব অর্জন করলেন ময়দানের বাবলু ভট্টাচার্য। কোচ হিসেবে তাঁর নাম মহমেডান কর্তারা ঘোষণা করতেই সাদা কালো সমর্থকরা আশায় বুক বাঁধছেন । ময়দানের তৃতীয় প্রধানের ইচ্ছের কথাটা বুঝতে পারছেন । তবে মহমেডানের তাঁবুতে পা দেওয়ার আগে চাপে নেই সুব্রত ভট্টাচার্য । বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখতেও চান না । সাদা কালো শিবিরের নতুন হেড মাস্টার বলেন, "আমার আর কোনও কিছু প্রমাণ করার নেই । সব সাফল্য আমি পেয়েছি । তাই মহমেডানের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে চাপ অনুভব করছি না ।"
মহমেডান মানে এখন স্মৃতির ভিড় । সুব্রত মানছেন মহমেডান জনতার উন্মাদনার কথা । তাঁর মতে মহমেডান চিরকালই লড়াকু দল । অনেক বড় বড় ফুটবলার খেলেছেন এই ক্লাবে । সময়ের সঙ্গে তাল রাখতে না পারাতে পিছিয়ে পড়লেও ফিরে আসার সুযোগ রয়েছে ।" তিনি আরও বলেন, "ভারতীয় ফুটবলে অনেক ক্লাব উঠে গেছে । কিন্তু মহমেডান বহু ব্যর্থতাতেও লড়াই ছাড়েনি । ভারতীয় ফুটবলে বিদেশিরা পার্থক্য গড়ে। ভালো মানের বিদেশি নিতে পারলে কাজটা সহজ হয়ে যাবে।"