কলকাতা, 30 জুন : চলতি বছরের শেষ দিকে স্ট্রাইকার অ্যাকাডেমি চালু করার কথা জানিয়ে দিল IFA । গতকাল বাংলার প্রাক্তন স্ট্রাইকারদের সঙ্গে বৈঠক শেষে IFA সচিব জয়দীপ মুখোপধ্যায় জানান, লকডাউনের মধ্যে তাঁরা সলতে পাকানোর কাজ সেরে রাখছেন । সরকারি অনুমতি পেলে বল গড়ানোর কাজ শুরু হবে । বারাসত স্টেডিয়াম, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এবং জেলার একটি স্টেডিয়ামে স্ট্রাইকার অ্যাকাডেমি হবে।
গতকাল রঞ্জিত মুখোপাধ্যায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, শিশির ঘোষ, দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝি, প্রশান্ত চক্রবর্তীদের সঙ্গে বৈঠক করেন IFA প্রেসিডেন্ট, সচিব এবং অন্যরা । প্রাক্তন স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাস বলেন, "আইকন স্ট্রাইকারদের অভাব বাংলার ফুটবলে । IFA-র স্ট্রাইকার অ্যাকাডেমি গঠন সাধু উদ্যোগ । তাঁরা একটি পরিকল্পনা জমা দিয়েছেন । তার বাস্তবায়ন করতে IFA যেভাবে সাহায্য করতে বলবে, তা তাঁরা করবেন ।"