পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডুরান্ড ম্যাচ দেখতে যুবভারতীতে থাকবেন মুখ্যমন্ত্রী, পিছল রাজ্য অ্যাথলেটিক্স মিট - navy

8 অগাস্ট অ্যাথলেটিক্স মিট শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন না বলে তা পিছিয়ে দেওয়া হয়েছে । ডুরান্ডের ম্যাচ দেখতে সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ।

ডুরান্ড ম্যাচ দেখতে যুবভারতীতে থাকবেন মুখ্যমন্ত্রী, পিছল রাজ্য অ্যাথলেটিক্স মিট

By

Published : Jul 17, 2019, 4:46 AM IST

কলকাতা, 17 জুলাই : ডুরান্ডের ম্যাচ দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় । তাই একদিন পিছিয়ে গেল রাজ্য অ্যাথলেটিক্স মিট । 8 অগাস্ট অ্যাথলেটিক্স মিট শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন না বলে তা পিছিয়ে দেওয়া হয়েছে । ইতিমধ্যেই ক্রীড়াদপ্তর থেকে রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার কাছে নির্দেশ পৌঁছে গেছে । সংস্থার সচিব কমল মৈত্র এই নির্দেশ পেয়েছেন বলে জানিয়েছেন । সেইমতো সূচিতে পরিবর্তনও করছেন তাঁরা।

ডুরান্ডের সম্ভাব্য ক্রীড়াসূচিতে 8 অগাস্ট যুবভারতীতে কোনও ম্যাচ ছিল না । কিন্তু, মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখে ম্যাচটি যুবভারতী ক্রীড়াঙ্গনে স্থানান্তরিত করা হয়েছে । আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে ডুরান্ডের সূচি । 2 অগাস্ট থেকে শুরু হতে চলেছে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপ ।

কয়েক বছর ধরে দিল্লিতেই অনুষ্ঠিত হচ্ছিল প্রতিযোগিতাটি ৷ তবে গত বছর তা অনুষ্ঠিত হয়নি । এবার তা কলকাতায় হচ্ছে । কলকাতার তিন প্রধান, আই লিগের ক্লাবগুলি, ISL-র দল ও সেনাবাহিনীর চারটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে । আয়োজনে কোনও ত্রুটি রাখতে নারাজ আয়োজকরা ।

ABOUT THE AUTHOR

...view details