কলকাতা, 26 জুলাই : মানুষ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে । এই সময় ইন্ডিয়ান সুপার লিগ খেলা লক্ষ্য না করে বিপন্ন মানুষের পাশে দাঁড়াক ক্লাব । এই আর্জি জানিয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে চিঠি দিলেন আশিয়ান কাপ জয়ী দলের ফুটবলাররা ।
17 বছর আগে এই দিনে জাকার্তায় ভারতের প্রথম ক্লাব হিসেবে আশিয়ান কাপ জিতেছিল ইস্টবেঙ্গল । বিদেশের মাটিতে ভারতের প্রথম ক্লাব হিসেবে ট্রফি জয়, লাল-হলুদ ব্রিগেডকে ইতিহাসে জায়গা করে দিয়েছে । সুভাষ ভৌমিকের প্রশিক্ষণ সুলে মুসার নেতৃত্ব, ডগলাসের দুরন্ত ফুটবল, ষষ্ঠী দুলের মরিয়া প্রয়াস, মাইক ওকোরোর ফুটবল নৈপুণ্য এবং বাইচুং ভুটিয়ার ক্ষিপ্রতা ইস্টবেঙ্গলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিল । সেই সাফল্যের কথা মাথায় রেখে রবিবারের দুপুরে ফুটবলাররা ক্লাব তাঁবুতে কেক কাটলেন । একই সঙ্গে কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর আর্জি জানালেন ।
ইস্টবেঙ্গল সচিবকে লেখা সেই চিঠিতে সন্দীপ নন্দী, দেবজিৎ ঘোষ, মহেশ গাউলি, দীপঙ্কর রায়, সংগ্রাম মুখার্জি, সুলে মুসা, ষষ্ঠী দুলে, টুলুঙ্গা, সূর্যবিকাশ চক্রবর্তী, তুষার রক্ষিতরা সই করেছেন । তাঁরা বলেছেন এই সময়ে ক্লাবের প্রধান লক্ষ্য হওয়া উচিত "ঊই দ্য পিপল, নেকস্ট টু দ্য পিপল" এবং "আমরা সকলের পাশে থাকার প্রতিঞ্জাবদ্ধ ।"