পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ফেডারেশনকে ব্ল্যাকমেইল করছে নীতা আম্বানির সংস্থা, অভিযোগ সৃঞ্জয় বসুর - fsdl

ISL শুরু হওয়ার আগে বলা হয়েছিল এটাই দেশের ফুটবলের উন্নতির সেরা পথ হতে চলেছে । কিন্তু বাস্তবে দেখা গেল ISL ভারতীয় ফুটবলকে কার্যত অস্তিত্বহীনতার পথে ঠেলে দিচ্ছে । সৃঞ্জয় বসু বলছেন তাঁরাও পুরো ঘটনাপ্রবাহের দিকে নজর রাখছেন ।

ফেডারেশনকে ব্ল্যাকমেইল করছে নীতা আম্বানির সংস্থা : সৃঞ্জয় বসু

By

Published : Jun 22, 2019, 11:19 PM IST

Updated : Jun 23, 2019, 1:33 AM IST

কলকাতা, 22 জুন : সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ব্ল্যাকমেইলের শিকার । যার জেরে নিজেদের অস্তিত্ব সংকটে । এভাবেই দেশের ফুটবল নিয়ামক সংস্থার সমালোচনায় মোহনবাগানের সহ সচিব সৃঞ্জয় বসু । তাঁর মতে ইস্টবেঙ্গল-মোহনবাগানের অস্তিত্বে দাঁড়িয়ে ফেডারেশনের অস্তিত্ব । অথচ ISL শুরু হওয়ার আগে বলা হয়েছিল এটাই দেশের ফুটবলের উন্নতির সেরা পথ হতে চলেছে । কিন্তু বাস্তবে দেখা গেল ISL ভারতীয় ফুটবলকে কার্যত অস্তিত্বহীনতার পথে ঠেলে দিচ্ছে । সৃঞ্জয় বসু বলছেন তাঁরাও পুরো ঘটনাপ্রবাহের দিকে নজর রাখছেন ।

মোহনবাগান সহসচিবে অভিযোগ, নীতা আম্বানির ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) ফেডারেশনকে ব্ল্যাকমেলিং করে দেশীয় ফুটবলকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা করছে । তবে তাঁর দাবি, ক্লাবজোট নিজেদের অবস্থানে অনড় । তারা ঐক্যবদ্ধ রয়েছে । নিয়মিত কথা হচ্ছে । ঠিক করা হচ্ছে আগামীর কর্মসূচি ।

জুলাইয়ের প্রথম সপ্তাহে ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকে আইএসএলকে দেশের এক নম্বর লিগ ঘোষণা করা হবে । আই লিগের ক্লাবগুলো সেই সিদ্ধান্তের শিলমোহর পড়ার দিকে তাকিয়ে রয়েছেন । যদি এই সিদ্ধান্তের বাস্তবায়ন হয় তাহলে আইনি লড়াইয়ের প্রস্তুতি সেরে রাখার ইঙ্গিত সৃঞ্জয় বসু দিয়েছেন ।
কোয়েস ইস্টবেঙ্গলের চেয়ারম্যান অজিত আইজ়্যাক অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি । বরং পরে ফোন করতে বলেছেন ।

এদিকে, ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বলেছেন বিষয়টি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি । তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠকে আলোচনা হবে ।

ইতিমধ্যেই AIFF সচিব কুশল দাস জানিয়েছেন তারা ISL-কে প্রাথমিকভাবে একটা টুর্নামেন্ট বলেই শুরু করেছিলেন । ভবিষ্যতে ISL দেশের সেরা লিগে স্বাভাবিক নিয়মে পরিণত হবে এটাই ছিল কর্তাদের বিশ্বাস । এভাবেই চুক্তিও করা হয়েছিল । চুক্তিটা হয়েছিল ফেডারেশন ও রিলায়েন্স IMG-র মধ্যে। বর্তমানে চুক্তিটি ফেডারেশন ও ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেডের মধ্যে ।

ফেডারেশন কর্তারা বলছেন পাঁচবছর অতিক্রান্ত । এবার চুক্তির মর্যাদা দেওয়া প্রয়োজন । শর্তে আই লিগের ভবিষ্যৎ কোন পথে যাবে তা নিয়েও বলা আছে । আসন্ন AIFF কর্মসমিতির বৈঠকে আই লিগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে । আই লিগকে দ্বিতীয় ডিভিশন করে দেওয়া হতে পারে বা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সম্ভাবনাও ফেডারেশন কর্তারা উড়িয়ে দিচ্ছেন না । এদিকে ক্লাব জোটের আইনি লড়াইয়ের প্রস্তুতিকে পাত্তা দিতে নারাজ সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । কারণ ফেডারেশন তার লিগের বাণিজ্যিকরণের ব্যাপার অংশগ্রহণকারী ক্লাবগুলোকে জানাতে বাধ্য নয় । যে কোনও ক্লাব রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থার অধীন। ফেডারেশনের অধীনস্থ নয়। তাই ফেডারেশনের বিষয়ে কোনও বিরোধিতার ক্ষমতা ক্লাবের নেই । তবে আই লিগের ক্লাবগুলো যে রাজ্য থেকে প্রতিনিধিত্ব করে সেই রাজ্য ফুটবল সংস্থাগুলো একজোট হয়ে কোনও সমান্তরাল লিগ আয়োজন করতে এবং তার সম্প্রচারের ব্যবস্থা করতে পারে । তাহলে ফেডারেশন কী করবে তা দেখার । যা আদতে দেশের ফুটবল নিয়ামক সংস্থার বিরুদ্ধে অধীনস্থ সংস্থা জোটের বিদ্রোহ ঘোষণার সামিল । তাই ফেডারেশন যেন দিগভ্রষ্ট জাহাজ । যার জেরে দেশের ক্লাব ফুটবলের আকাশে আশঙ্কার ঘূর্ণাবর্ত ।

Last Updated : Jun 23, 2019, 1:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details