পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Srinjay Basu Resign: মোহনবাগানের সচিবের পদ থেকে ইস্তফা সৃঞ্জয় বসুর - Srinjay Basu latest news

মোহনবাগান ক্লাবের সচিবের পদ থেকে পদত্যাগ করলেন সৃঞ্জয় বসু (Srinjay Basu)। সচিব পদ থেকে সরে যাওয়ার চিঠিতে তিনি ব্যক্তিগত কারণের কথাই উল্লেখ করেছেন ৷

Srinjay Basu Resign
মোহনবাগানের সচিবের পদ থেকে ইস্তফা সৃঞ্জয় বসুর

By

Published : Nov 30, 2021, 11:01 PM IST

কলকাতা, 30 নভেম্বর: মোহনবাগানের সচিবের পদ থেকে পদত্যাগ করলেন সৃঞ্জয় বসু (Srinjay Basu)। বুধবার এটিকে মোহনবাগান আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামছে। তার আগে মোহনবাগান ক্লাবে প্রশাসনিক বিস্ফোরণ। সচিব পদ থেকে সরে যাওয়ার চিঠিতে সৃঞ্জয় বসু বলেছেন, তিনি ব্যক্তিগত কারণ দায়িত্ব ছাড়ছেন। তবে সচিব থাকাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য এবং ক্লাব সভাপতি টুটু বসুর সহায়তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আরও বলেছেন নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি শাসকদল দিয়েছিল তার অধিকাংশ পূরণ করা হয়েছে।

আগামী দিনে ক্লাব আরও উন্নতির পথে এগিয়ে যাক এটাই একজন সদস্য হিসেবে কামনা করেন তিনি। ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর কথা বললেও সৃঞ্জয় বসুর সরে দাঁড়ানো পিছনে ক্লাবের আভ্যন্তরীণ রাজনীতি জড়িত বলেই মনে করছেন অনেকে। এটিকের সঙ্গে গাটছড়া বাধার জন্য সদস্য-সমর্থকরা নিরন্তর চাপ সৃষ্টি করে চলেছে। রিমুভ এটিকে আন্দোলন অব্যাহত। তাছাড়াও ক্লাবের কার্যকরী কমিটির ফুটবল সচিবের নিরন্তর সমালোচনার জন্য ক্ষোভ তৈরি হয়েছিল অনেক দিন থেকেই। তারই বিস্ফোরণ এই পদত্যাগ বলে ময়দান মনে করছে।

আরও পড়ুন: হতশ্রী রক্ষণ, হাফডজন গোল হজম করল লাল-হলুদ

মাত্র দু'বছর আগে সচিব পদে বসেছিলেন সৃঞ্জয় বসু । বর্তমান সভাপতি টুটু বসু নির্বাচনে জিতে সচিব হয়েছিলেন। সেই সময় সভাপতি হয়েছিলেন গীতানাথ গঙ্গোপাধ্যায়। তার আকস্মিক প্রয়াণে টুটু বসুকে সভাপতি করে সচিব করা হয় সহ-সচিব সৃঞ্জয় বসুকে। তার আমলেই এটিকের সঙ্গে গাঁটছড়া বেধে আইএসএলে খেলার সিদ্ধান্ত। যা নিয়ে বিতর্ক অব্যাহত। সদস্য-সমর্থকদের একাংশের দাবি, এই সিদ্ধান্তে ক্লাব অস্তিত্বহীন হয়েছে। বার্ষিক সাধারণ সভায় এই নিয়ে ঝড় বয়েছিল। এবার সৃঞ্জয় বসুর পদত্যাগ সেই ক্লাব রাজনীতিতে বাড়তি মাত্রা যোগ করছে। সামনে ক্লাবের নির্বাচন, এখন দেখার মোহনবাগান ক্লাবের আভ্যন্তরীণ বিষয়টি কোন পথে হাঁটে।

ABOUT THE AUTHOR

...view details