কলকাতা, 23 অগস্ট : এ বারের আইএসএলে (ISL) ইস্টবেঙ্গলের খেলা ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়ল। শ্রী সিমেন্ট (Sree Cement) জানিয়ে দিয়েছে, তারা আর ইস্টবেঙ্গলের সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না ৷ তারা ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিচ্ছে বলে জানিয়েছে । এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে লগ্নিকারী বাঙ্গুর গোষ্ঠীর বিচ্ছেদের খবরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, সোমবার দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ই-মেল বাঙ্গুর গোষ্ঠী (Bangur group)-র তরফে জানানো হয়েছে, তারা ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন । কোনও আর্থিক দাবি না করেই শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গলকে । এই পরিস্থিতিতে বুধবার নবান্নে দুই পক্ষকে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর নেতৃত্বে শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ ও ইস্টবেঙ্গল বৈঠকে বসবে ৷
সূত্রের খবর, বাঙ্গুর গোষ্ঠীর তরফে মুখ্যমন্ত্রীকে করা ইমেলে জানানো হয়েছে, অগনিত লাল হলুদ সমর্থকের মতো তারাও চান ইস্টবেঙ্গল আইএসএল খেলুক । তাই তারা কোনও বাধা সৃষ্টি করতে চান না । এর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জানিয়েছেন, তিনি চান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডান আইএসএলে খেলুক । মোহনবাগান খেলায় তিনি খুশি । ইস্টবেঙ্গলের ব্যাপারে লগ্নিকারীর তরফে আশ্বাস দেওয়া হয়েছিল জটিলতা কেটে যাওয়ার । তিনি আশা করেছিলেন 16 অগস্ট সবকিছু ঠিক হয়ে যাবে । এখন শেষ মুহূর্তে এই সরে যাওয়ার পিছনে অন্য অর্থ রয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ৷
এ নিয়ে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যা ঘটল তা খুবই খারপ । শেষ মুহূর্তে এসে সরে গেল বিনিয়োগকারী সংস্থা । এটা খুবই বাজে বিষয় করল । মোহনবাগান আইএসএলে খেলছে, চাই ইস্টবেঙ্গলও খেলুক । ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী একটা ক্লাবকে এত দিন ঝুলিয়ে রেখে শেষ মুহূর্তে বলা হচ্ছে আর পারবে না । এর জন্য আমরা দুঃখিত, বিরক্ত । আমরা যে বিরক্ত, সেটা ওদের জানাব ৷’’
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘তাহলে এক বছর ধরে এত কথাবার্তা চালাল কেন ওরা ? আমাকেও তো এসে বলে গিয়েছিল সমস্যা মিটে যাবে । তাহলে কী এমন ঘটল ? এর পিছনে কী এমন রহস্য আছে, যার জন্য বলছে আর পারবে না, ছেড়ে চলে যাচ্ছে ৷’’ গত বার শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই ইস্টবেঙ্গল আইএসএল-এ খেলতে পেরেছিল। এ বারও কি সেরকম কিছু হবে? মমতা বলেন, ‘‘আমরা চাই ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান সবাই খেলুক । সময় খুব কম । তবু আমরা চেষ্টা করব । ইস্টবেঙ্গলের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত ৷’’