কলকাতা, 11 ফেব্রুয়ারি : খারাপ সময় যেন কাটতেই চাইছে না ইস্টবেঙ্গলের ৷ সদ্য শতবর্ষে পা দেওয়া ক্লাবটি চলতি আই লিগে টানা হেরে চলেছে ৷ তার মধ্যেই বিনিয়োগকারী সংস্থা কোয়েস লাল-হলুদের সঙ্গে গাঁটছড়া ছিন্ন করার কথা জানিয়ে দিল ৷ সোমবার কোয়েসের শীর্ষকর্তা সুব্রত নাগ সোশাল মিডিয়ায় এই বিচ্ছেদের কথা জানিয়ে দেন ৷
মরশুমের বাকি কয়েক মাস ইস্টবেঙ্গলের সঙ্গে থাকছে কোয়েস । তবে মে মাসের পর থেকে পথ আলাদা হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল এবং বিনিয়োগকারী সংস্থা কোয়েস ৷ 70 শতাংশ শেয়ার রয়েছে কোয়েসের কাছে। এই অবস্থায় তাদের চলে যাওয়ার অর্থ হল ইস্টবেঙ্গলকে নতুন মরশুমে একাই চলতে হবে । দলগঠনের জন্য নতুন স্পনসর খুঁজতে হবে ।