মাদ্রিদ. 14 মে :লা লিগার চলতি মরসুমের শেষ দু’টি রাউন্ডে স্পেনের স্টেডিয়ামে দর্শক দেখা যেতে পারে ৷ আর যদি তা সত্যি হয়, তাহলে 2020 সালের মার্চ মাসের পর ফের স্পেন দর্শকপূর্ণ ফুটবল স্টেডিয়াম দেখতে চলেছে ৷
স্পেনের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী জস ম্যানুয়েল রড্রিজেগ বুধবার নিশ্চিত করেছেন, দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন বলে ৷ তবে তাঁদের সমস্ত কোভিড প্রটোকল মানতে হবে বলে জানানো হয়েছে ৷ তার মধ্যে আছে স্টেডিয়ামে মাস্ক পরে থাকতে হবে, এছাড়া স্টেডিয়ামে ধূমপান বা অনান্য খাবার খাওয়া যাবে না ৷