পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sourav Ganguly: স্বার্থের সংঘাত প্রশ্নে এটিকে পদ ছাড়লেন সৌরভ

স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠতেই কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ যে সংস্থার 80 শতাংশের মালিক আরপিএসজি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা ৷ যারা আইপিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক ৷ আর কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড আইএসএলে এটিকে মোহনবাগানের মালিকানা সংস্থা ৷ ফলে স্বার্থের সংঘাতের প্রশ্নে ওই সংস্থা থেকে সরে দাঁড়ালেন সৌরভ ৷

Sourav Ganguly Resigned From ATK Muhan Bagans Director Post on Conflict of Interest Issue
স্বার্থের সংঘাতের প্রশ্নে এটিকে’র ডিরেক্টর পদে ইস্তফা সৌরভের

By

Published : Oct 28, 2021, 4:23 PM IST

Updated : Oct 28, 2021, 5:24 PM IST

কলকাতা, 28 অক্টোবর: এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিসিসিআই সভাপতি হওয়ার পাশাপাশি এটিকে মোহনবাগানের মালিকানা যে সংস্থার, তার অংশ ছিলেন সৌরভ ৷ আর সেই সংস্থার অংশীদার অর্থাৎ, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ এবার আইপিএল’র দল কিনেছে ৷ ফলে স্পষ্টতই স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ছিলেন তিনি ৷ তাই আইএসএল’র সবচেয়ে সফল দল এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি ৷

প্রসঙ্গত, 25 অক্টোবর দুবাইতে আইপিএল’র জন্য আরও দু’টি দলকে যোগ করা হয়েছে ৷ নতুন দুই ফ্র্যাঞ্চাইজির একটি হল সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের আমেদাবাদ ৷ আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি কিনেছে ৷ আর এই আরপিএসজি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা আইএসএলে এটিএকে মোহনবাগানের আশি শতাংশ শেয়ারের মালিক ৷ আর যে সংস্থার নামে সেটি চলে, তা হল কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৷ যার বোর্ড অফ ডিরেক্টর্সের অন্যতম একজন ছিলেন সৌরভ ৷ ফলে বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভের ওই ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়ায় সরাসরি স্বার্থ সংঘাতের ৷ তাই বুধবার ভারতীয় বোর্ড সভাপতি এটিকে মোহনবাগানের সঙ্গে তাঁর সবরকম সম্পর্ক ছিন্ন করেছেন ৷ বিসিসিআই’র চুক্তিবদ্ধ ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য জানিয়েছেন স্বয়ং সৌরভ ৷

আরও পড়ুন : IPL New Franchises : সিভিসি ক্যাপিটাল ও আরপিএসজি'র হাত ধরে আইপিএলে আহমেদাবাদ ও লখনউ

বুধবার সৌরভ ক্রিকবাজকে জানিয়েছেন, ‘‘আমি ইস্তফা দিয়েছি’’ ৷ প্রসঙ্গত, বিষয়টি প্রথম সামনে আসে আরএসজি গ্রুপের মালিক তথা এটিকে মোহনবাগানের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কার বিবৃতির পরে বিষয়টি জানাজানি হয় ৷ তার পরই স্বার্থের সংঘাতের বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়ে যায় ৷ তবে, সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, সৌরভই স্বার্থের সংঘাতের বিষয়টি বলতে পারবেন ৷

আরও পড়ুন : Sourav Ganguly : স্বার্থের সংঘাত, এটিকে-মোহনবাগানের পদ ছাড়ছেন সৌরভ

তবে, সৌরভ বুধবার পদত্যাগ করলেও, নতুন দু’টি দল বাছাইয়ের সময় কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেডের অংশ ছিলেন এবং বিসিসিআই সভাপতি হিসেবে পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন ৷ ফলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন একসময় আইপিএল’র চেয়ারম্যান থাকা ললিত মোদি ৷ যা নিয়ে তিনি বলেছেন, ‘‘আমার ধারণা বেটিং সংস্থাও আইপিএল’র দল কিনতে পারবে ৷ নতুন নিয়ম করা উচিত ৷ দেখতে গেলে একজন সফল দরপত্র পেশকারী বড় বেটিং সংস্থার মালিক ৷ এবার কী বলবে ? বিসিসিআই কি এগুলি বিচার বিবেচনা করে দেখেনি ? এবার দুর্নীতি নিয়ন্ত্রক সংস্থা কী করবে ?’’ প্রসঙ্গত, ললিত মোদির দাবি সিভিসি ক্যাপিটাল বিদেশি স্কাই বেটিং সংস্থার 80 শতাংশ শেয়ার হোল্ডার ৷ আর সেই নিয়েই একের পর এক সমালোচনা করে গিয়েছেন তিনি ৷

Last Updated : Oct 28, 2021, 5:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details