কলকাতা, 28 অক্টোবর: এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বিসিসিআই সভাপতি হওয়ার পাশাপাশি এটিকে মোহনবাগানের মালিকানা যে সংস্থার, তার অংশ ছিলেন সৌরভ ৷ আর সেই সংস্থার অংশীদার অর্থাৎ, আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ এবার আইপিএল’র দল কিনেছে ৷ ফলে স্পষ্টতই স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ছিলেন তিনি ৷ তাই আইএসএল’র সবচেয়ে সফল দল এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন তিনি ৷
প্রসঙ্গত, 25 অক্টোবর দুবাইতে আইপিএল’র জন্য আরও দু’টি দলকে যোগ করা হয়েছে ৷ নতুন দুই ফ্র্যাঞ্চাইজির একটি হল সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের আমেদাবাদ ৷ আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ লখনউয়ের ফ্র্যাঞ্চাইজি কিনেছে ৷ আর এই আরপিএসজি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা আইএসএলে এটিএকে মোহনবাগানের আশি শতাংশ শেয়ারের মালিক ৷ আর যে সংস্থার নামে সেটি চলে, তা হল কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৷ যার বোর্ড অফ ডিরেক্টর্সের অন্যতম একজন ছিলেন সৌরভ ৷ ফলে বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভের ওই ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়ায় সরাসরি স্বার্থ সংঘাতের ৷ তাই বুধবার ভারতীয় বোর্ড সভাপতি এটিকে মোহনবাগানের সঙ্গে তাঁর সবরকম সম্পর্ক ছিন্ন করেছেন ৷ বিসিসিআই’র চুক্তিবদ্ধ ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য জানিয়েছেন স্বয়ং সৌরভ ৷
আরও পড়ুন : IPL New Franchises : সিভিসি ক্যাপিটাল ও আরপিএসজি'র হাত ধরে আইপিএলে আহমেদাবাদ ও লখনউ