কলকাতা, 25 নভেম্বর : ঠিক চার বছর আগের এই তারিখটা । 'দ্বিতীয়' বাবাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন ফুটবলের রাজপুত্র । আজ চার পর বছর বাদে সেই 25 নভেম্বরই 'বাবা' কিউবার প্রাক্তন প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রোর সঙ্গে চিরশয়ানে দিয়েগো মারাদোনা ।
আদ্যপ্রান্ত কমিউনিস্ট মারাদোনার মৃত্যুতে শোকের ছায়া খেলার মাঠ ছাড়িয়ে রাজনীতির মাঠে । কলকাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে তাঁর ছবি আজও মনের মনিকোঠায় চকচক করছে । আবার ফুটবলের রাজপুত্র হারিয়ে নায়ক হারানোর শোক শোকাচ্ছন্ন ক্রিকেটের মহারাজ । শোক জানিয়েছেন রাহুল গান্ধি থেকে পেলে সকলেই ।
সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, "আমার নায়ক আর নেই । ফুটবলের জাদুকর শান্তিতে থাকুন । আমি আপনার জন্যই ফুটবল দেখতাম ।" অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, "মারাদোনার মৃত্যু খুবই দুঃখের, খুবই কষ্টের ।" দীপেন্দু বিশ্বাস বলেন, "ফুটবলে সবথেকে দুঃখজনক ঘটনা ।" প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকার টুইটে লেখেন, "ভগবানের হাতে শান্তি পান ।"
সাংসদ অধীর চৌধুরি বলেন, "মারাদোনা মানেই ম্যাজিক, মারাদোনা মানেই ফুটবল জগতের বিপ্লব । মারাদোনা যে আজ আমাদের মধ্যে নেই ভাবতেই কষ্ট লাগছে ৷ মারাদোনা যখন অসুস্থ হয় তখন আমি তাঁর সুস্থতা কামনা করেছিলাম ৷ আর্জেন্টিনার প্রতীক মারাদোনা ৷ ফুটবল জগতের এক নক্ষত্র প্রয়াত হল ৷"
প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা বলেন, "মারাদোনা মারা গিয়েছেন বিশ্বাস করতে পারছিনা৷ খুবই খারাপ লাগছে৷ ওনার খেলার সৌন্দর্য সারা বিশ্ব দেখেছে৷ ওনার খেলায় ম্যাজিক ছিল৷ আমরা কোনওদিন সেগুলো ভুলতে পারবো না৷ আমি ভেবেছিলাম ওনার সঙ্গে আবার দেখা করতে পারব । কিন্তু উনি যে মারা গেছেন বিশ্বাস করতে পারছি না৷ আমার সঙ্গে ওনার যে সমস্ত ছবি আছে সেই ছবিগুলো দেখছি আর স্মৃতিচারণ করছি৷"