পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দলে পরিবর্তনের ইঙ্গিত, লাজংকে গুরুত্ব দিচ্ছেন খালিদ জামিল - kolkata

আজ আই লিগে শেষ ম্যাচে লাজঙের মুখোমুখি হবে মোহনবাগান।

মোহনবাগান

By

Published : Mar 8, 2019, 7:40 AM IST

কলকাতা, ৮ মার্চ : "শেষের কবিতা"র শহরে জয়ের খোঁজে মোহনবাগান। আজ আই লিগে শেষ ম্যাচে লাজঙের মুখোমুখি হবে তারা। পয়েন্ট টেবিলের দিক দিয়ে এই ম্যাচের গুরুত্ব সেভাবে নেই। কারণ ২৬ পয়েন্টে দাঁড়িয়ে খালিদ জামিলের দল। অন্যদিকে লাজং FC-র চলতি আই লিগ থেকে অবনমন হয়ে গেছে। তবে গুরুত্বহীন ম্যাচ হলেও লাজং FC-কে হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান।

কোচ খালিদ জামিল বলেন, ভারতীয় ফুটবলারদের নিয়ে গড়া লাজং অভিজ্ঞতার অভাবে অবনমনের আওতায় পড়েছে। তবে ঘরের মাঠে শেষ ম্যাচে জয় পাওয়ার জন্য যে তারা ঝাঁপাবে, সে ব্যাপারে বাগান কোচ সতর্ক। ভারতীয়দের নিয়ে গড়া ইন্ডিয়ান অ্যারোজ়ের বিরুদ্ধে ম্যাচ হেরেছিল মোহনবাগান। সেই ম্যাচেও অ্যারোজ়ের গতির সঙ্গে টেক্কা দিতে ব্যর্থ হয়েছিলেন ডিকা, সনিরা। লাজঙের শক্তিও তাদের গতিশীল ফুটবল। তাই তিক্ত স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে খালিদ জামিলকে।

ডিপান্ডা ডিকা, সনি নর্ডি, কিংসলেকে নিয়ে দল সাজাচ্ছে মোহনবাগান। আই লিগের শেষ ম্যাচটিকে খালিদ জামিল আসন্ন সুপার কাপের প্রস্তুতি হিসেবে ব্যবহার করতে চান। তাই বেশ কয়েকজন নতুন ফুটবলারকে প্রথম একাদশে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। শেষ ম্যাচে যাবতীয় পরীক্ষা সেরে নতুন লক্ষ্যে দলকে তৈরি করতে চান মোহনবাগান কোচ।

ABOUT THE AUTHOR

...view details