ম্যাঞ্চেস্টার, 3 অক্টোবর: চ্যাম্পিয়ন্স লিগে ভিলারিয়ালের বিরুদ্ধে রোমহর্ষক জয়ের পর শনিবার প্রিমিয়র লিগে এভার্টনের মুখোমুখি হয়েছিল লাল ম্যাঞ্চেস্টার ৷ পঞ্চম জয় তুলে নিয়ে ঘরোয়া লিগ টেবিলে আরও উপরে ওঠার হাতছানি ছিল ওলে সোল্কজায়েরের দলের কাছে ৷ কিন্তু অ্যাস্টন ভিলার বিরুদ্ধে হারের পর এদিন এভার্টনের কাছেও আটকে গেল ম্যান ইউ ৷ অ্যান্থনি মার্শিয়ালের গোলে এগিয়ে গিয়েও এদিন পয়েন্ট খোয়ালো তারা ৷ আর পয়েন্ট খুঁইয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে সোল্কজায়েরের স্ট্র্যাটেজি ৷
প্রথম একাদশে এদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে না রেখে ঝুঁকি নিয়েছিলেন ওলে ৷ আর এই ঝুঁকির কারণেই ম্যাচ শেষে ফের প্রশ্নের মুখে পড়তে হল তাঁকে ৷ যদিও রোনাল্ডোকে শুরু থেকে না খেলানোয় আক্ষেপ নেই তাঁর, সাফ জানালেন ওলে ৷ ওয়ার্কলোডের কথা ভেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন ম্যান ইউ কোচ ৷ রোনাল্ডোকে বাইরে রেখে শুরু করার সিদ্ধান্ত কী ভুল ছিল? উত্তরে ওলে বলেন, ‘‘এই সিদ্ধান্তে আমার কোনও আক্ষেপ নেই ৷ লম্বা মরশুমের কথা ভেবেই আমাকে সব সিদ্ধান্ত নিতে হবে ৷ ফুটবলারদের ওয়ার্কলোডের কথা আমায় মাথায় রাখতে হবে ৷ সবমিলিয়ে আমার সিদ্ধান্ত সঠিক ছিল ৷’’
এভার্টনের বিরুদ্ধে এদিন শুরু থেকে ম্যান ইউ’য়ের আক্রমণভাগের দায়িত্ব ছিল অ্যান্থনি মার্শিয়াল এবং এডিনসন কাভানির কাঁধে ৷ বিরতির আগে ফরাসি স্ট্রাইকার গোল করে ম্যান ইউকে এগিয়ে দিলেও এদিন নিষ্প্রভ ছিলেন কাভানি ৷ এই প্রসঙ্গে ওলে বলেন, ‘‘অ্যান্থনি আজ গোল করেছে ৷ এডিনসনের গোলে ফিরতে কিছুটা সময় লাগবে ৷’’