পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Euro 2020 : ফ্রান্স-জার্মানি ম্যাচে প্যারাস্যুটে নামল আত্মঘাতী জঙ্গি ! তারপর...

জার্মানির এক মন্ত্রী জানাচ্ছেন, স্নাইপাররা তাঁকে তাক করে নিয়েছিল ৷ যদি পুলিশ নিশ্চিত করত এটি একটি আত্মঘাতী জঙ্গি হামলা, তাহলে তাঁকে প্রাণ হারাতে হত ৷ শুধুমাত্র প্যারাস্যুটের গায়ে সাঁটানো বড় গ্রিনপিসের লোগো তাঁর প্রাণ বাঁচায় ৷ যদিও তাঁর এই কর্মকাণ্ডের জন্য গ্রিনপিস পরিবেশকর্মী সংস্থার তরফে ক্ষমা চাওয়া হয়েছে ৷

By

Published : Jun 17, 2021, 11:32 AM IST

প্যারাস্যুটে নামল আত্মঘাতী জঙ্গি
প্যারাস্যুটে নামল আত্মঘাতী জঙ্গি

মিউনিখ, 17 জুন : খেলা হচ্ছিল গ্রুপ পর্যায়ে ইউরোর অন্যতম সেরা ম্যাচের ৷ মাঠের মধ্যে জার্মানি ও ফ্রান্সের লড়াইয়ে যখন সবাই বুঁদ, ঠিক তখনই মাঠের মধ্য উড়ে এল একটি প্যারাস্যুট ৷ যা নিয়ে রীতিমতো হৈচৈ মিউনিখের স্টেডিয়ামে ৷ আত্মঘাতী জঙ্গি হানার সম্ভাবনাও উড়িয়ে দেননি অনেকে ৷ তৈরিও হয়েগিয়েছিল জার্মান স্নাইপাররা ৷ আকাশের মধ্যেই শ্যুট করে আত্মঘাতী জঙ্গির পরিকল্পনা বাঞ্চাল করার চিন্তা ভাবনা নিয়ে নিয়েছিল তাঁরা ৷ এমন সময় হঠাৎ চোখে এল প্যারাস্যুটের সাঁটানো গ্রিনপিসের লোগো ৷ মুহূর্তে সিদ্ধান্ত বদল ৷ প্যারাস্যুটটিকে নামতে দেওয়া হল স্টেডিয়ামে ৷

জার্মানির এক মন্ত্রী জানাচ্ছেন, স্নাইপাররা তাঁকে তাক করে নিয়েছিল ৷ যদি পুলিশ নিশ্চিত করত এটি একটি আত্মঘাতী জঙ্গি হামলা, তাহলে তাঁকে প্রাণ হারাতে হত ৷ শুধুমাত্র প্যারাস্যুটের গায়ে সাঁটানো বড় গ্রিনপিসের লোগো তাঁর প্রাণ বাঁচায় ৷ যদিও তাঁর এই কর্মকাণ্ডের জন্য গ্রিনপিস পরিবেশকর্মী সংস্থার তরফে ক্ষমা চাওয়া হয়েছে ৷

স্টেডিয়ামের মধ্যে প্যারাস্যুটে আপতকালীন ল্যান্ডিং করার জন্য দু’জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন 36 বছরের ফরাসি নাগরিক ও একজন 42 বছরের ইউক্রেনের নাগরিক ৷ দু’জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এবং প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷

গ্রিনপিস পরিবেশকর্মী সংস্থার ওই পাইলট দক্ষিণ-পশ্চিম শহরের ফরজিম প্রদেশের বাসিন্দা ৷ তিনি সুস্থ আছেন ৷ তাঁকে পরে গ্রেফতার করা হয় ও জরিমানাও করা হয় ৷ যদিও পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে জার্মান পুলিশ ৷

আরও পড়ুন :Euro 2020 : ম্যাচের 10 মিনিটে হঠাৎ বন্ধ করা হবে খেলা, এরিকসনকে শ্রদ্ধা জানাতে নয়া পন্থা লুকাকুর

সংস্থার তরফে পুরো বিষয়টির জন্য ক্ষমা চাওয়া হয়েছে ও জানানো হয়েছে, ‘‘ প্রযুক্তিগত ত্রুটির কারণে পাইলট বাধ্য হয়ে স্টেডিয়ামে ল্যান্ডিং করেন ৷ আমরা ক্ষমাপ্রার্থী, যে এর জন্য সাধারণ মানুষ বিপদে পড়েছিল ৷’’ তাঁদের তরফে আরও জানানো হয়, তাঁদের প্রতিবাদটি ছিল ইউরো 2020 স্পনসর ও গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভক্সওয়াগেনের বিরুদ্ধে ৷ তাঁদের কাছে সংস্থার দাবি ডিজ়েল ও পেট্রল চালিত গাড়ি বিক্রি বন্ধ করতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details