পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Lionel Messi : মেসিকে সই করিয়ে নতুন দিগন্ত খুলে গেল পিএসজি ক্লাবের - Barcelona

পিএসজি-তে মেসির অন্তর্ভুক্তি দলের শক্তি আরও বাড়িয়ে তুলল ৷ এমনই মনে করছে ফুটবল বিশ্ব ৷ এবার নেইমার, অ্যাঞ্জেল দি মারিয়া এবং এমবাপেদের সঙ্গে পিএসজি-র আক্রমণভাগ সামলাবেন লিওনেল মেসি ৷ যিনি একক দক্ষতায় যে কোনও ম্যাচের ফল বদলে দেওয়ার ক্ষমতা রাখেন ৷

signing-of-world-great-lionel-messi-sends-psg-into-a-new-dimension
Lionel Messi : বিশ্বসেরা লিওনেল মেসিকে সই করিয়ে নতুন দিগন্ত খুলে গেল পিএসজি ক্লাবের

By

Published : Aug 11, 2021, 4:55 PM IST

প্যারিস, 11 অগস্ট : লিওনেল মেসি (Lionel Messi)-কে সই করানোর পর প্যারিস সেন্ট জার্মেইন দলের নতুন দিগন্ত খুলে গেল বলে মনে করছে বিশ্ব ফুটবলের বিশেজ্ঞরা ৷ আর এর সবচেয়ে বড় কারণ ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়ের অন্তর্ভুক্তি ৷ দু’বছরের চুক্তিতে 34 বছরের আর্জেন্টাইন তারকাকে দলে নিয়েছে লিগ ওয়ান (League One)-র এই ক্লাব ৷ সেই সঙ্গে আরও একবছরের সম্ভাব্য চুক্তির রাস্তাও খুলে রাখা হয়েছে ৷ আগামী শনিবার প্রথমবার ক্লাব পর্যায়ে বার্সেলোনা (Barcelona)-র জার্সি গায়ে থাকবে না লিওনেল মেসির ৷ যেখানে লিগ ওয়ানে প্রথমবার প্যারিস সেন্ট জার্মেইন দলের হয়ে স্ট্রাসবার্গের বিরুদ্ধে নামবেন মেসি ৷

প্যারিস সেন্ট জার্মেইন (Paris Saint Germain) দলে মেসির অন্তর্ভুক্তি ক্লাবের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করে দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের ৷ যেখানে মেসি তাঁর বার্সেলোনার প্রাক্তন সহ খেলোয়াড় নেইমারকে পাবেন ৷ সেই সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গী অ্যাঞ্জেল দি মারিয়া এবং ফ্রান্সের তরুণ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে রয়েছেন ৷ ফলে প্যারিস সেন্ট জার্মেইন দলের মাঝ মাঠ থেকে শুরু করে আক্রমণ বিভাগ দু’টোই আরও শক্তিশালী হয়ে গেল ৷

আরও পড়ুন : Leo Messi : পিএসজিতেই মেসি, বলছে ফ্রান্সের সংবাদমাধ্যম

পিএসজি (PSG)-তে যোগ দিয়ে মেসি জানিয়েছেন, তিনি ক্লাব এবং সমর্থকদের বিশেষ মুহূর্ত উপহার দিতে সবসময় নিজের সেরাটা দেবেন ৷ ক্লাবের ম্যাচে তিনি তাঁর সবটুকু উজাড় করে দেবেন এবং সেটাই তাঁর ফুটবল অ্যাম্বিশন বলে জানিয়েছেন মেসি ৷

আর্জেন্টিনার তারকা ফুটবলার বলেন, "বার্সেলোনা ছাড়া কষ্টকর ছিল ৷ কিন্তু এখানে আসার পর আমি খুশি ৷ এখানে পা রাখার মুহূর্ত থেকে সবকিছু উপভোগ করছি ৷ আমার মনে হয়, প্রত্যেক কাপ জয়ের জন্য লড়াইয়ে প্রস্তুত পিএসজি ৷"

প্রসঙ্গত, জাভিয়র পাস্তোরকে সই করানোর দশ বছর পর প্রথমবার কোনও মার্কি ফুটবলারকে ট্রান্সফার ফি ছাড়াই দলে নিল পিএসজি কর্তৃপক্ষ ৷ অন্যদিকে, ট্রান্সফার ফি ছাড়া মেসিকে পিএসজি-তে নেওয়া হলেও মাসিক বেতন নেইমারের থেকে অনেকটাই কম টাকায় চুক্তি সই করেছেন মেসি ৷ পিএসজি-তে নেইমারের বেতন 37 মিলিয়ন ইউরো ৷ ডলারের হিসেবে 43.4 মিলিয়ন ৷ সেখানে মেসির বেতন 35 মিলিয়ন ইউরো, ডলারে 41 মিলিয়ন ৷

ABOUT THE AUTHOR

...view details