প্যারিস, 11 অগস্ট : লিওনেল মেসি (Lionel Messi)-কে সই করানোর পর প্যারিস সেন্ট জার্মেইন দলের নতুন দিগন্ত খুলে গেল বলে মনে করছে বিশ্ব ফুটবলের বিশেজ্ঞরা ৷ আর এর সবচেয়ে বড় কারণ ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়ের অন্তর্ভুক্তি ৷ দু’বছরের চুক্তিতে 34 বছরের আর্জেন্টাইন তারকাকে দলে নিয়েছে লিগ ওয়ান (League One)-র এই ক্লাব ৷ সেই সঙ্গে আরও একবছরের সম্ভাব্য চুক্তির রাস্তাও খুলে রাখা হয়েছে ৷ আগামী শনিবার প্রথমবার ক্লাব পর্যায়ে বার্সেলোনা (Barcelona)-র জার্সি গায়ে থাকবে না লিওনেল মেসির ৷ যেখানে লিগ ওয়ানে প্রথমবার প্যারিস সেন্ট জার্মেইন দলের হয়ে স্ট্রাসবার্গের বিরুদ্ধে নামবেন মেসি ৷
প্যারিস সেন্ট জার্মেইন (Paris Saint Germain) দলে মেসির অন্তর্ভুক্তি ক্লাবের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করে দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের ৷ যেখানে মেসি তাঁর বার্সেলোনার প্রাক্তন সহ খেলোয়াড় নেইমারকে পাবেন ৷ সেই সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গী অ্যাঞ্জেল দি মারিয়া এবং ফ্রান্সের তরুণ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে রয়েছেন ৷ ফলে প্যারিস সেন্ট জার্মেইন দলের মাঝ মাঠ থেকে শুরু করে আক্রমণ বিভাগ দু’টোই আরও শক্তিশালী হয়ে গেল ৷
আরও পড়ুন : Leo Messi : পিএসজিতেই মেসি, বলছে ফ্রান্সের সংবাদমাধ্যম