পাথরপ্রতিমা, 31 মে : ঘূর্ণিঝড় আমফান তাণ্ডব চালিয়েছে পশ্চিমবঙ্গের বিস্তৃণ অঞ্চলে ৷ বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা ৷ ঝড়ের দাপটে মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত হারিয়েছেন অনেকে ৷ এবার সেই ক্ষতিগ্রস্ত সুন্দরবন অঞ্চলের মানুষের পাশে দাঁড়ালেন মোহনবাগানের গোলরক্ষক শিলটন পাল । ত্রাণ নিয়ে পৌঁছে গেলেন সুন্দরবন এলাকায় ।
সুন্দরবনের ঘূর্ণিঝড় আমফানে দূর্গত মানুষের দিন যাপনের যাবতীয় সামগ্রী নিয়ে নামখানা, পাথরপ্রতিমা যান শিলটন পাল । মোহনবাগানের বর্ষীয়ান গোলরক্ষক ব্যক্তিগত উদ্যোগে দল গড়ে সুন্দরবন গিয়েছেন । নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে ওই এলাকার মানুষের সাহায্যে এগিয়ে এলেন তিনি ৷ তাঁর দলে রয়েছেন অভিঞ্জ চিকিৎসকও ।
"কোরোনা ভাইরাসের কারণে মানুষ এমনিতেই সমস্যার মধ্যে রয়েছেন । আমফানের তাণ্ডব তাদের ভিটেহীন করেছে । দৈনন্দিন বেঁচে থাকার রসদ তাদের নেই । এই কঠিন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি," জানিয়েছেন শিলটন পাল ।
আমফান বিধ্বস্ত মানুষের পাশে শিলটন একই সঙ্গে তিনি বলেছেন,"চাল ডাল,যাবতীয় খাদ্যসামগ্রী, মোমবাতি সহ দিনযাপনের যাবতীয় উপকরণ নিয়ে এসেছি। ভবিষ্যতে আবার যাব আমরা। পাশাপাশি জামাকাপড় দেব আমরা। ইতিমধ্যে কিছু যোগাড় হয়েছে। তাই নিয়েই এসেছিলাম।এই উদ্যোগের কথা শুনে আমার বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়েছেন। যত বেশি সম্ভব ত্রাণ পৌঁছে দেওয়াই লক্ষ্য।" ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থা নিয়ে এখানকার মানুষের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে চান তিনি । মেডিকেল ক্যাম্প করার ভাবনা রয়েছে তাঁর।
গোলরক্ষক শিলটন পালের অনবদ্য পারফরম্যান্স বছরের পর বছর উপভোগ করেছে ফুটবল ভক্ত মানুষ। এবার তারা বর্ষীয়ান গোলরক্ষকের মানবিক দিক দেখতে পাচ্ছেন। তবে ফুটবলের বাইরে সামাজিক দায়িত্ব পালন শিলটন পালের নতুন নয়। প্লেয়ার্স ফর হিউম্যানিটি ব্যানারে ডেনসন দেবদাস, অভ্র মণ্ডল, সুব্রত পাল, লালকমল, প্রবীর দাস সহ একাধিক ফুটবলারদের নিয়ে গড়া সংগঠন পুলিশের পাশে দাঁড়িয়েছে । এবার তারা দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন । প্রস্তুতি সেই মত শুরু হয়েছে । তাদের সেই কাজে শিলটন নিয়মিত রয়েছেন । কিন্তু আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়ানোর ভাবনা কেবল মাত্র শিলটন পালের । এবং তা নিয়ে সবার আগে পৌঁছে গেলেন । যার পাশে রয়েছেন মানবিক মনের কিছু মানুষ । বাজপাখির অন্যরূপ প্রকাশ্যে এল । বিধ্বস্ত পরিস্থিতিতে বিখ্যাত গোলরক্ষককে পেয়ে খুশি সুন্দরবনের মানুষ।