কলকাতা, 14 জুলাই : চলতি বছরে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মান দেওয়া হচ্ছে প্রয়াত কিংবদন্তি গোলরক্ষক শিবাজী বন্দ্যোপাধ্যায়কে । বুধবার মোহনবাগান ক্লাব কর্তারা ভার্চুয়াল মিটিংয়ে মোহনবাগান দিবস নিয়ে আলোচনায় বসেছিলেন । সেখানেই প্রাক্তন অধিনায়ককে রত্ন সম্মানের জন্য বেছে নেওয়া হয় । 1976 সালে এরিয়ান ক্লাবের জার্সিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমবার নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন শিবাজী বন্দ্যোপাধ্যায় । সেই ম্যাচে পরিবর্ত অনু চৌধুরীর গোলে হার বাঁচিয়েছিল লাল-হলুদ । পরের বছর শিবাজী বন্দ্যোপাধ্যায়কে দলে নেয় মোহনবাগান ।
1977 সালে ফুটবল সম্রাট পেলের কসমস দলের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন শিবাজী বন্দ্যোপাধ্যায় । সাতের দশকের মধ্যভাগে সবুজ মেরুনে যাত্রা শুরু করে আটের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত মোহনবাগানের বারের তলায় ভরসার সেরা হাত ছিলেন শিবাজী বন্দ্যোপাধ্যায় । তাঁর বাবাও ছিলেন মোহনবাগানের প্রাক্তন গোলরক্ষক । 2017 সালের 19 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করার আগের দিন পর্যন্ত শিবাজী বন্দ্যোপাধ্যায় মোহনবাগানের সঙ্গে যুক্ত ছিলেন । টেকনিক্যাল কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিদিন অনুশীলনে উপস্থিত থাকতেন । তাঁর অবদানের কথা মাথায় রেখেই মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে ।
29 জুলাই মোহনবাগান দিবসের অনুষ্ঠানে বছরের সেরা ফুটবলারকেও সম্মানিত করা হয় । এই বছর সেরা পুরস্কারের ট্রফি উঠছে সবুজ মেরুনের ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণর হাতে । এর ফলে এটিকের সঙ্গে সংযুক্তির পরে সদস্য সমর্থকদের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভের প্রতি বার্তা দেওয়ার চেষ্টা হল । তাছাড়া সেরা ফুটবলার বাছার ক্ষেত্রে অন্য বিকল্প ছিল না । রয় কৃষ্ণ যে এটিকের পর এটিকে মোহনবাগানেও সেরা পারফরম্যান্স করে চলেছেন তাতে কোনও সন্দেহ নেই ।