পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

রিয়াল মাদ্রিদের হয়ে 100 গোল করার নজির সের্জ়িও রামোসের - ইন্টার মিলান

নিজের করা চেষ্টা, কৃতিত্ব ও ত্য়াগ স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে ৷ রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে এমনটাই জানিয়েছেন সের্জ়িও রামোস ৷

ramos-completes-century-of-goals-for-real-madrid
রিয়াল মাদ্রিদের হয়ে 100 গোল করার নজির সের্জ়িও রামোসের

By

Published : Nov 4, 2020, 1:16 PM IST

মাদ্রিদ, 4 নভেম্বর : রিয়াল মাদ্রিদের হয়ে একশো গোল করার নজির গড়লেন অধিনায়ক সের্জ়িও রামোস ৷ যা নিয়ে তিনি বলেন, 100 গোল করার মুহূর্ত রোজ রোজ আসে না ৷ ভারতীয় সময় বুধবার রাতে চ্য়াম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে 3-2 গোলে ঘরের মাঠে হারায় রিয়াল মাদ্রিদ ৷ এই ম্য়াচেই রিয়ালের হয়ে একশো গোল করার নজির গড়েন স্প্য়ানিশ এই তারকা ৷

নয়া এই রেকর্ড গড়ে রামোস বলেন, ব্য়ক্তিগত রেকর্ড দলের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় ৷ তবে নিজের করা চেষ্টা, কৃতিত্ব ও ত্য়াগ স্বীকৃতি পেলে সবারই ভালো লাগে ৷ রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে এমনটাই জানিয়েছেন সের্জ়িও রামোস ৷ একজন রক্ষণভাগের খেলোয়াড় হয়ে রোজ রোজ সব ফুটবলার 100 গোলের নজির গড়তে পারেন না ৷ তাঁর করা গোলে যদি রিয়াল মাদ্রিদ জেতে এবং দলের মধ্য়ে ইতিবাচক বার্তা বয়ে আনে, তবেই তিনি খুশি হতে পারবেন বলে জানিয়েছেন রামোস ৷ ইন্টার মিলানের বিরুদ্ধে ম্য়াচে রিয়ালের হয়ে 25 মিনিটে প্রথম গোলটি করেন ফরাসি তারকা ফুটবলার করিম বেঞ্জিমা ৷ এরপর 33 মিনিটে রামোসের গোলে 2-0 তে এগিয়ে যায় রিয়াল ৷

তবে ইন্টার মিলানের মার্তেনজ়ি ও ইভান পেরিসিজ় গোল করে রিয়ালের বিরুদ্ধে সমতা ফেরান ৷ তবে, ম্য়াচের শেষ দশ মিনিট আগে রডরিগোর গোলে 3-2 গোলে ব্য়বধান বাড়িয়ে নেয় রিয়াল ৷ দলের এই জয় নিয়ে রামোস বলেন, রিয়াল মাদ্রিদ সর্বক্ষণ তার সমর্থকদের চমক দিয়ে চলে ৷ এটা দলের পক্ষে ভালো লক্ষণ বলে মনে করেন রিয়াল অধিনায়ক ৷ তবে কঠিন এই ম্য়াচ জিততে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন ৷ ম্য়াচ জেতার ক্ষেত্রে প্রচুর ঝুঁকি ছিল বলে মনে করছেন রামোস ৷ ইন্টার মিলান দল হিসেবে খুবই শক্তিশালী বলে জানান তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details