পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sergio Aguero : হৃদযন্ত্রের সমস্যায় কেরিয়ারে সম্ভবত ইতি টানছেন আগুয়েরো - সার্জিও আগুয়েরো

গত 30 অক্টোবর আলাভেসের বিরুদ্ধে হৃদযন্ত্রে সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার ৷ ন্যু-ক্যাম্পে ফিরেছিল ক্রিশ্চিয়ান এরিকসেন স্মৃতি ৷ তবে প্রাথমিক শুশ্রূষার পর আগুয়েরো পায়ে হেঁটে মাঠ ছাড়ায় মনে করা হচ্ছিল বিষয়টা খুব একটা গুরতর নয় ৷ তবু সতর্কতা মেনে হাসপাতালে পাঠানো হয়েছিল বার্সা স্ট্রাইকারকে ৷

Sergio Aguero
হৃদযন্ত্রের সমস্যায় কেরিয়ারে সম্ভবত ইতি টানছেন আগুয়েরো

By

Published : Nov 12, 2021, 6:37 PM IST

বার্সেলোনা, 12 নভেম্বর : অনিয়মিত হৃদস্পন্দন ৷ ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় 'কার্ডিয়াক অ্যারিথমিয়া' ৷ হৃদয়ের এই জটিল রোগেই আক্রান্ত বার্সেলোনা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ৷ আর এই কারণেই সময়ের আগে কেরিয়ারে সম্ভবত ইতি টানতে চলেছেন ম্যান সিটির সর্বাধিক গোলস্কোরার ৷ নিজে সরকারিভাবে কিছু না জানালেও কাতালোনিয়া রেডিও-সহ স্পেনের প্রথমসারির সংবাদপত্রগুলোতে বছর তেত্রিশের স্ট্রাইকারকে নিয়ে এমন রিপোর্ট চর্চার শিরোনামে ৷

গত 30 অক্টোবর আলাভেসের বিরুদ্ধে হৃদযন্ত্রে সমস্যা নিয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার ৷ ন্যু-ক্যাম্পে ফিরেছিল ক্রিশ্চিয়ান এরিকসেন স্মৃতি ৷ তবে প্রাথমিক শুশ্রূষার পর আগুয়েরো পায়ে হেঁটে মাঠ ছাড়ায় মনে করা হচ্ছিল বিষয়টা খুব একটা গুরুতর নয় ৷ তবু সতর্কতা মেনে হাসপাতালে পাঠানো হয়েছিল বার্সা স্ট্রাইকারকে ৷

পরবর্তীতে হাসপাতাল থেকে যা রিপোর্ট আসে তা খুব একটা সন্তোষজনক নয় ৷ প্রাথমিকভাবে আগুয়েরোকে তিন মাসের বিশ্রাম নিতে বলা হলেও হৃদযন্ত্রের সমস্য়া নিয়ে ভবিষ্যতে কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন তা নিয়ে সন্দিহান আগুয়েরো ৷ আর সেই কারণেই সম্ভবত বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত জাতীয় দলে মেসির সতীর্থের ৷

আরও পড়ুন : ফিরল এরিকসেনের স্মৃতি, হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে আগুয়েরো

আর জল্পনা সত্য়ি হলে কাতালোনিয়া ক্লাবে প্রাক্তন ম্যান সিটি তারকার মেয়াদ হবে মাত্র পাঁচ ম্যাচের ৷ বার্সায় এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে একটি গোল করেছেন সার্জিও ৷ সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অনুরাগীদের বার্তাও দিয়েছেন বার্সা স্ট্রাইকার ৷ সেখানে কঠিন সময় পাশে থাকার জন্য বার্সা সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আরও খবরের জন্য প্রস্তুত থাকতে বলেছেন আগুয়েরো ৷ তাতেই তীব্র হয়েছে জল্পনা ৷

ABOUT THE AUTHOR

...view details