লন্ডন, 3 অগাস্ট: প্রতিপক্ষ টিমের ফুটবলারদের গায়ে ইচ্ছাকৃতভাবে কাশলে যেতে হতে পারে মাঠের বাইরে ৷ কোরোনা পরবর্তী সময়ে এই গাইডলাইন প্রকাশ করেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ৷ ইচ্ছাকৃতভাবে কাশলে রেফারিদের লাল বা হলুদ কার্ড দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷
প্রতিপক্ষের গায়ে ইচ্ছাকৃত কাশি ? লাল কার্ড দেখাবেন রেফারিরা - ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন
এবার থেকে ম্যাচ চলাকালীন বিপক্ষের গায়ে ইচ্ছাকৃতভাবে কাশলেই লাল বা হলুদ কার্ড দেখাবেন রেফারিরা ৷
ফুটবল মাঠে প্রতিপক্ষের সদস্যদের ঘায়েল করার জন্য নানা ফন্দি আঁটেন ফুটবলাররা ৷ কিন্তু এই কোরোনা সংক্রমণের মাঝে হাঁচি বা কাশি দিলেই কেল্লাফতে ৷ বিপক্ষ ফুটবলাররা সংক্রমণের ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়তে বাধ্য ৷ ইংল্যান্ডে ফুটবল ফেরার পর বেশ কয়েকটি ম্যাচে এমন ছবি দেখা গেছে ৷ তারপরই নড়েচড়ে বসেছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ৷ COVID-19 গাইডলাইন প্রকাশ করে রেফারিদের নির্দেশ দেওয়া হয়েছে যে খেলা চলাকালীন মাঠে ইচ্ছাকৃতভাবে কেউ কাশলে হলুদ বা লাল কার্ড দেখাতে হবে ৷ ইংল্যান্ডের সমস্ত ধরনের ফুটবলে এই নিয়ম জারি থাকবে ৷
তবে বিষয়টি খুব গুরুতর না হলে মাঠের বাইরে পাঠানো হবে না ৷ অখেলোয়াড়সুলভ মনোভাবের জন্য প্রথমে সতর্ক করা হবে ৷ তারপরও না শুনলে ফুটবলারদের লাল কার্ড দেখানো হতে পারে । পাশাপাশি, মাঠে থুতু ফেলাও নিষিদ্ধ করা হয়েছে ৷