নয়াদিল্লি, 4 জুলাই : বিশ্বজুড়ে ফুটবলের মহাযজ্ঞ চলছে ৷ প্রায় একই সময়ে পিঠোপিঠিভাবে শুরু হয়েছে ইউরো ও কোপা আমেরিকার আসর ৷ রাত জেগে ইউরো নাকি ভোরে উঠে কোপা আমেরিকা, কাকে বেছে নেওয়া উচিত বুঝে উঠতে পারেনি ফুটবলপ্রেমী বাঙালি ৷ ফলে মাঝরাতে ইউরোর খেলা শেষ করেই ফের ভোরে উঠতে হয়েছে ৷ এসবের মাঝে বারোটা বেজেছে ঘুমের ৷ অফিসে গিয়ে ঢুলু ঢুলু চোখে কাজ ৷ সবই চলছে ৷ কিন্তু এক মুহূর্তের জন্যও ফুটবল বা প্রিয় দলের প্রতি আবেগ কমেনি ৷
দুটি টুর্নামেন্টই গড়াতে গড়াতে বর্তমানে শেষ চারের লড়াইয়ে এসে পৌঁছেছে ৷ ইউরো ও কোপা আমেরিকার সেমিফাইনালের কোন কোন দলগুলি কার বিরুদ্ধে খেলবে তা নিশ্চিত হয়ে গিয়েছে ৷ ইউরোর সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি, ইংল্যান্ড, স্পেন ও ডেনমার্ক ৷ সূচি অনুযায়ী 7 জুলাই অর্থাৎ বুধবার খেলা হবে ইউরো 2020-র প্রথম সেমিফাইনাল ৷ মুখোমুখি হবে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম শক্তিধর দুই দেশ ইতালি ও স্পেন ৷ সময় রাত সাড়ে বারোটা ৷