পানাজি, 21 নভেম্বর : নতুন মরসুম, নতুন কোচ, নতুনভাবে শুরু করার পরিকল্পনা ছিল এসসি ইস্টবেঙ্গলের । প্রথম মরসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে রবিবার চাপমুক্ত হয়ে আইএসএল যাত্রা শুরু করতে বদ্ধপরিকর ছিল লাল-হলুদ বাহিনী । প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল জামশেদপুর এফসি । যদিও পয়েন্ট ভাগ করেই সফর শুরু করল পদ্মাপাড়ের ক্লাব ৷
এই ম্যাচ দিয়ে ভারতের মাটিতে অভিষেক হল রিয়াল মাদ্রিদে কাজ করা মানোলো দিয়াজের ৷ তাঁর কোচিংয়ে ইতিমধ্যেই চারটে প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছিল লাল-হলুদ ব্রিগেড । সেই ম্যাচের রেশ থেকেই এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়েছিল লাল-হলুদ বাহিনী ৷ যার ফলে ম্যাচ শুরু 18 মিনিটেই ভাল্সকিসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মহম্মদ রফিক, ড্যানিয়েল চিমারা ৷ যদিও প্রথমার্ধের শেষেই পিটার হার্টলের গোলে সমতা ফেরায় জামশেদপুর ৷