কলকাতা, 14 অক্টোবর : গোয়ায় আইএসএল-এর প্রস্তুতি শুরু হয়েছে আগেই ৷ চলতি সপ্তাহে দুটি অনুশীলন ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। আগামিকাল ভাস্কো স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে তারা ৷ শনিবার লাল ফুটবলাররা সালগাওকরের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলবে। শোনা যাচ্ছে, আইএসএলে মাঠে নামার আগে 15টি অনুশীলন ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে ম্যানুয়েল ডিয়াজের। সপ্তমীতে বাংলা জুড়ে যখন শারোদৎসবের মেজাজ, তখন গোয়ায় চুটিয়ে অনুশীলন করেন ইস্টবেঙ্গল ফুটবলাররা ৷
দেশি বিদেশি সব ফুটবলারই ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁদের সবাইকে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ ৷ 21 নভেম্বর আইএসএলে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জামশেদপুর এফসি ৷ তারপর 27 নভেম্বর ডার্বিতে এটিকে মোহনবাগানের চ্যালেঞ্জ সামলাতে হবে এসসি ইস্টবেঙ্গলকে ৷ তাই তার আগে দলকে গুছিয়ে নেওয়ার কাজে খামতি রাখতে নারাজ লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক ৷ বাধ্যতামূলক কোয়ারেনটিন পর্বে থাকার সময়ও দলের ফিজিও ফিটনেস শিডিউল তৈরি করে দিয়েছিলেন ফুটবলারদের ৷ সেই মত প্রাথমিক শরীরচর্চা করেছেন ফুটবলাররা ৷ এবার মাঠে নেমে শারীরিক ও ফুটবল কৌশলগত দিক দিয়ে তৈরি করার দায়িত্ব ডিয়াজের ৷ প্রথম দিন অনুশীলনে মুলত শারীরিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছিল।