কলকাতা, 14 সেপ্টেম্বর : স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির ডারভিসেভিচকে সই করানোর পরে এবার অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্লাবে খেলা সেন্ট্রাল ব্যাক টমিস্লাভ মার্সেলাকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল। মঙ্গলবার তাঁকে দলে নেওয়ার খবর সরকারিভাবে জানানো হয় ৷ এক বছরের চুক্তিতে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার লাল হলুদ জার্সি পড়লেন।
এসসি ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ ম্যানুয়াল মানোলো ডিয়াজ এই বিদেশি স্টপারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রাহ দেখান ৷ ছয় ফুট চার ইঞ্চির দীর্ঘদেহী লাল হলুদে আসার আগে অস্ট্রেলিয়ার এ লিগের দল পার্থ গ্লোরির সঙ্গে দুই বছরের চুক্তিতে ছিলেন। ইতিমধ্যে দলের এ লিগ খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন টমিস্লাভ মার্সেলা। ভারতীয় ফুটবলে প্রথমবার খেলতে এদিনই লাল হলুদ ব্রিগেডের সঙ্গে চুক্তিবদ্ধ হন অজি ডিফেন্ডার।
নতুন দেশ, নতুন লিগ, নতুন ক্লাবের হয়ে খেলতে আসার আগে অজি ডিফেন্ডার উচ্ছ্বসিত ৷ মার্সেলা বলেন, "আমি খুব খুশি এসি ইস্টবেঙ্গলের পক্ষে সই করে । ক্লাবের তরফে প্রস্তাব ভাল হওয়াতেই সই করেছি । আমার কয়েকজন বন্ধু ভারতে খেলেছে ৷ ওরা ইস্টবেঙ্গল সম্পর্কে জানে । ওরা আমাকে ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে একট ধারণা দিয়েছে ।"