কলকাতা, 19 সেপ্টেম্বর : অবশেষে করোনামুক্ত হয়েছেন এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। সুস্থ হয়েই তিনি শারীরিক কসরৎ শুরু করে দিয়েছেন। রবিবার ক্লাবের তরফে সরকারিভাবে দলের একনম্বর গোলরক্ষকের সুস্থতার খবর জানানো হয়েছে। এসসি ইস্টবেঙ্গলের দল গঠন প্রায় শেষ। পাঁচ বিদেশি ফুটবলার নেওয়া চূড়ান্ত। ষষ্ট বিদেশি নেওয়ারক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যে কোচ ম্যানুয়াল ডিয়াজ তাঁর পাঁচ বিদেশিকে চূড়ান্ত করেছেন। ছয় নম্বর বিদেশিকে এখনই নেওয়া হবে, না, দলবদলের দ্বিতীয় উইনডোতে নেওয়া হবে সেটা লাল হলুদের স্প্যানিশ হেডস্যার ঠিক করবেন।
গত আইএসএলে লাল-হলুদ জার্সিতে মনমাতানো ফুটবল খেলা ব্রাইট এনোবাখারে অন্য ক্লাবে সই করলেও দ্বিতীয় উইনডোতে লাল-হলুদে ফিরে আসার সম্ভাবনা নিজেই উসকে দিয়েছেন। এই অবস্থায় পরীক্ষিত,চেনা এবং জনপ্রিয় বিদেশি ফুটবলার না নতুন কেউ, এই দোটানায় লাল হলুদ। 19 নভেম্বর থেকে আইএসএলে বল গড়াচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুশীলন না করতে সঠিক প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। পাশাপাশি প্র্যাকটিস ম্যাচ খেলার ব্যবস্থা করতে হবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই কোচ ম্যানুয়াল ডিয়াজ এই দেশে পা দিচ্ছেন।