পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Arindam Bhattacharya: করোনামুক্ত হয়ে অনুশীলনে অরিন্দম, পরিকল্পনা সাজাতে ব্যস্ত এসসি ইস্টবেঙ্গল

করোনামুক্ত হয়ে অনুশীলন শুরু করলেন এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য । আজ এই খবর জানানো হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ৷

Arindam Bhattacharya
করোনা থেকে সুস্থ অরিন্দম, অনুশীলনের পরিকল্পনা সাজাতে ব্যস্ত এসসি ইস্টবেঙ্গল

By

Published : Sep 19, 2021, 10:46 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : অবশেষে করোনামুক্ত হয়েছেন এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। সুস্থ হয়েই তিনি শারীরিক কসরৎ শুরু করে দিয়েছেন। রবিবার ক্লাবের তরফে সরকারিভাবে দলের একনম্বর গোলরক্ষকের সুস্থতার খবর জানানো হয়েছে। এসসি ইস্টবেঙ্গলের দল গঠন প্রায় শেষ। পাঁচ বিদেশি ফুটবলার নেওয়া চূড়ান্ত। ষষ্ট বিদেশি নেওয়ারক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যে কোচ ম্যানুয়াল ডিয়াজ তাঁর পাঁচ বিদেশিকে চূড়ান্ত করেছেন। ছয় নম্বর বিদেশিকে এখনই নেওয়া হবে, না, দলবদলের দ্বিতীয় উইনডোতে নেওয়া হবে সেটা লাল হলুদের স্প্যানিশ হেডস্যার ঠিক করবেন।

গত আইএসএলে লাল-হলুদ জার্সিতে মনমাতানো ফুটবল খেলা ব্রাইট এনোবাখারে অন্য ক্লাবে সই করলেও দ্বিতীয় উইনডোতে লাল-হলুদে ফিরে আসার সম্ভাবনা নিজেই উসকে দিয়েছেন। এই অবস্থায় পরীক্ষিত,চেনা এবং জনপ্রিয় বিদেশি ফুটবলার না নতুন কেউ, এই দোটানায় লাল হলুদ। 19 নভেম্বর থেকে আইএসএলে বল গড়াচ্ছে। অক্টোবরের প্রথম সপ্তাহে অনুশীলন না করতে সঠিক প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। পাশাপাশি প্র্যাকটিস ম্যাচ খেলার ব্যবস্থা করতে হবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই কোচ ম্যানুয়াল ডিয়াজ এই দেশে পা দিচ্ছেন।

আরও পড়ুন: দুবাইয়ে প্রস্তুতি সেরে উজবেকিস্তানে এটিকে মোহনবাগান

ইতিমধ্যেই অনুশীলনের জন্য পরিকাঠামোগত সুযোগ সুবিধার খোঁজ খবর নিয়েছেন। 21 নভেম্বর এসসি ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে। দ্বিতীয় ম্যাচে বহু প্রতিক্ষিত ডার্বি। ইতিমধ্যেই লাল-হলুদের স্প্যানিশ হেডস্যার বলেছেন, তাঁরা সম্পূর্ণ তৈরি হয়েই আইএসএলে নামবেন। গতবছর শেষ মুহূর্তে আইএসএলে অংশ নিয়ে 9 নম্বরে শেষ করেছিল এসসি ইস্টবেঙ্গল। এবারও চুক্তিজট নিষ্পত্তির বদলে ধামাচাপা দেওয়া হয়েছে। দলগঠন করা হয়েছে শেষ মুহূর্তের তৎপরতায়। তার উপর কোচ বদল হয়েছে। সব মিলিয়ে অস্থিরতার চোরাস্রোত অব্যাহত লাল-হলুদের অন্দরে। এই অবস্থায় যে দল গড়া হয়েছে তা গতবছরের তুলনায় ভাল। এখন সেই দল গতবারের তুলনায় ভাল পারফরম্যান্স করতে পারে কিনা সেটাই দেখার।

ABOUT THE AUTHOR

...view details