পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Derby Countdown : বিদেশিরাও ডার্বির গুরুত্ব বুঝে গিয়েছে, বলছেন অরিন্দম - Kolkata Derby Countdown begins

ইতিমধ্যে রবিবারের ম্যাচের সেরা পেরিসোভিচ (Antonio Perošević) বলেছেন ফিটনেসের দিক থেকে তারা মোটেই একশো শতাংশে পৌঁছতে পারেননি। তাই ডার্বির আগে ফিটনেস বাড়ানোর পাশাপাশি দলের খেলার ভুলত্রুটি শুধরে নেওয়ার কথা বলছেন তিনি ৷

Derby Countdown
বিদেশিরাও ডার্বির গুরুত্ব বুঝে গিয়েছে, বলছেন অরিন্দম

By

Published : Nov 23, 2021, 10:50 PM IST

পানাজি, 23 নভেম্বর : ভারতীয় ফুটবলাররা ডার্বির গুরুত্ব জানে। বিদেশিরাও শনিবারের ম্যাচের গুরুত্ব বুঝে গিয়েছে ইতিমধ্য়েই ৷ ঠিক এই ভাষাতেই ডার্বির (East Bengal vs Mohun Bagan) আগে সাজঘরের মেজাজ তুলে ধরলেন এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। জামশেদপুর এফসি ম্যাচের পর মঙ্গলবার থেকে শনিবারের ডার্বির প্রস্তুতি শুরু করলেন লাল-হলুদ ফুটবলাররা (Kolkata Derby Countdown begins)। ইতিমধ্যে রবিবারের ম্যাচের সেরা পেরিসোভিচ (Antonio Perošević) জানিয়েছেন, ফিটনেসের দিক থেকে তারা মোটেই একশো শতাংশে পৌঁছতে পারেননি। তাই ডার্বির আগে ফিটনেস বাড়ানোর পাশাপাশি দলের খেলার ভুলত্রুটি শুধরে নেওয়ার কথা বলছেন তিনি ৷

একইসঙ্গে তাঁর গোল পাওয়া কিংবা ম্যাচের সেরা হওয়ার চেয়েও দলের সাফল্য সবার আগে, বলছেন মদ্রিচের দেশের স্ট্রাইকার। ইতিমধ্যে জামশেদপুর ম্যাচের ভিডিয়ো দেখিয়ে সাজঘরে দলের খেলার ভুলত্রুটি নিয়ে কাঁটাছেড়া করেছেন কোচ হোসে মানোলো দিয়াজ। লাল-হলুদ সাজঘরে হেডস্যারের চেয়ারে বসার দিন থেকেই ডার্বিতে সমর্থকদের মুখে হাসি ফোটানোর কথা বলে এসেছেন স্প্য়ানিশ কোচ। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা। মাঝমাঠের বোঝাপড়ার অভাব দ্রুত চেষ্টা করতে হবে, যাতে হুগো বুমোস এবং রয় কৃষ্ণার সংযোগের তারটা কেটে ফেলা যায়।

আরও পড়ুন : Derby Countdown : জামশেদপুর ম্য়াচ দেখে ইস্টবেঙ্গলকে পরখ করে নিলেন কৃষ্ণারা

অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য বলছেন,"ডার্বির গুরুত্ব ভারতীয় ফুটবলাররা সকলেই জানে। বিদেশিরাও বুঝতে পেরে গিয়েছে। তাই আমরা ডার্বি চ্যালেঞ্জ নিতে তৈরি।" এসসি ইস্টবেঙ্গল ডার্বিতেও গোলের জন্য় তাকিয়ে থাকবে ড্যানিয়েল চিমার (Daniel Chima Chukwu) দিকে। প্রথম ম্যাচে নজর কাড়তে ব্যর্থ হলেও নাইজেরিয়ান স্ট্রাইকার বলছেন তিনি সেরাটা নিংড়ে দেবেন এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। মহম্মদ রফিক দলের খেলায় উন্নতি চেয়ে ডার্বির চ্যালেঞ্জ নেওয়ার কথা বলছেন। তাই এটিকে মোহনবাগান যেমন ডার্বি নিয়ে হুঙ্কার দিচ্ছে, পাল্টা দিতে পিছপা হচ্ছে না এসসি ইস্টবেঙ্গলও।

ABOUT THE AUTHOR

...view details