পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ISL Derby: তৈরি হয়েই ডার্বিতে নামতে চান লালহলুদ 'হেডস্যার'

রবি ফাওলারের মত ছয় সদস্যের সহকারী নয়, বরং তিন সদস্যের ডেপুটি নিয়ে আসছেন ম্যানুয়েল ডিয়াজ। সম্ভবত এই মাসের শেষেই ভারতে পা রাখবেন এসসি ইস্টবেঙ্গল কোচ। কোভিড বিধিনিষেধের বেড়াজাল মেনে অন্তত পাঁচ সপ্তাহের প্রস্তুতি সারার পরিকল্পনা রয়েছে লালহলুদ কোচের।

manuel diaz
তৈরি হয়েই ডার্বিতে নামতে চান লালহলুদ 'হেডস্যার'

By

Published : Sep 14, 2021, 10:43 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : আইএসএলের সূচি প্রকাশিত। গত বছরের মত এবারও 27 নভেম্বর আইএসএলের ডার্বিতে মুখোমুখি হবে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। গত মরসুমে ডার্বি দিয়ে লালহলুদ আইএসএল যাত্রা শুরু করেছিল। এবার ম্যানুয়েল ডিয়াজের দল দ্বিতীয় ম্যাচে ডার্বিতে নামবে। হঠাৎ করে রবি ফাওলারের ছেড়ে যাওয়ার জুতোয় পা-গলিয়ে রিয়াল মাদ্রিদের যুব দলের প্রাক্তনী ইতিমধ্যে ভারতীয় ক্লাব ফুটবল লিগ এবং সবচেয়ে "বড় ম্যাচ" নিয়ে খোঁজ খবর নিতে শুরু করেছেন।

দলগঠনে ভারতীয় ফুটবলারদের চুক্তি নিয়ে হোমওয়ার্ক সেরেছেন ডিয়াজ ৷ পাশাপাশি দলের বিদেশি নেওয়ার ক্ষেত্রে নিজের পছন্দসই ফুটবলারকে দলে পেয়েছেন। আইএসএল-এর সূচি ও তাঁর দলের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে লালহলুদ কোচ ডিয়াজ বলেন, "আমি জানি এখন থেকে ডার্বি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আমাদের দ্বিতীয় ম্যাচ ডার্বি ৷ প্রস্তুতির জন্য হাতে পর্যাপ্ত সময় নেই ৷ তবে সমর্থকদের এই ম্যাচ ঘিরে আবেগের কথা জানি ৷ তাদের আবেগকে শ্রদ্ধা করি। সমর্থকরা আমাদের শক্তি ৷ একটি কথা বলতে চাই, আমরা ডার্বিতে তৈরি হয়েই নামব ৷"

আরও পড়ুন :অস্ট্রেলিয়ার ডিফেন্ডারকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল

সূচি অনুযায়ী 21 নভেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে এসসি ইস্টবেঙ্গলকে ডার্বি-সহ পাঁচটি ম্যাচ খেলতে হবে। ব্যস্ত ক্রীড়াসূচি নিয়ে চিন্তিত লালহলুদের স্প্যানিশ 'হেডস্যার'। তিনি বলেন, "ঠাসা সূচি রয়েছে ৷ ঘনঘন ম্যাচ খেলতে হবে আমাদের ৷ জামশেদপুর এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগেই আমাদের তৈরি হতে হবে।" দলগঠনের প্রক্রিয়া চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে শেষ হবে। স্টপার, মিডফিল্ডার নেওয়ার কথা জানানো হয়েছে। স্ট্রাইকারের নাম দ্রুত প্রকাশ হতে চলেছে ৷ সম্ভবত নাইজেরিয়ান কোনও স্ট্রাইকারের দিকে হাত বাড়িয়েছে লালহলুদ রিক্রুটাররা। পাশাপাশি ভারতে পা দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত ডিয়াজ ৷ রবি ফাওলারের মত ছয় সদস্যের সহকারী নয়, বরং তিন সদস্যের ডেপুটি নিয়ে এসেছেন। সম্ভবত এই মাসের শেষে ভারতে পা-দেবেন। কোভিড বিধিনিষেধের বেড়াজাল মেনে অন্তত পাঁচ সপ্তাহের প্রস্তুতি সারার পরিকল্পনা রয়েছে লালহলুদ কোচের।

ABOUT THE AUTHOR

...view details