পানাজি, 14 নভেম্বর : 2021-22 আইএসএলে মাঠে নামার আগে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচটি খেলে ফেলল এসসি ইস্টবেঙ্গল ৷ 21 নভেম্বর জামশেদপুর এফসি'র বিরুদ্ধে মাঠে নামার আগে দলকে দেখে নিলেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ ৷ রবিবার পিছিয়ে পড়েও গতবারের চ্য়াম্পিয়ন মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ড্র করল এসসি ইস্টবেঙ্গল। ম্যাচের ফল 1-1।
এর আগে তিনটি প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় পেলেও গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ড্র করেই মাঠ ছাড়তে হল লাল-হলুদ ব্রিগেডকে। বিরতির আগে এদিন গোল করে এগিয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। আইল্য়ান্ডারদের গোলদাতা ক্যাসিও গ্যাব্রিয়েল। পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি লাল-হলুদ ফুটবলাররা। বরং পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরেছিল তারা। এই সময় একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেন পেরোসেভিচরা। বিরতির পরে সৌরভ দাস দলকে সমতায় ফেরান।