গোয়া, 9 জানুয়ারি : বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলে এক ধাপ ওপরে উঠে এল এসসি ইস্টবেঙ্গল । ম্যাচের ফল 1-0 । গোলদাতা মার্টি স্টেইনম্যান । স্কিল এবং অসাধারণ ডিফেন্সিংয়ের মেলবন্ধনের দিনে ম্যাচের সেরার পুরস্কার উঠল ইস্টবেঙ্গলের গোলরক্ষক দেবজিৎ মজুমদারের হাতে । দুই জয় ও 4টে ড্রয়ে ইস্টবেঙ্গলের ঝুলিতে প্রথম পর্বের শেষে 10 পয়েন্ট ।
নববর্ষের উৎসবের রেশ গোয়ার মাটিতে এখনও মিলিয়ে যায়নি । কোভিড বিধিনিষেধের লক্ষণরেখার মাঝে উৎসব হচ্ছে । দেশের ফুটবলের সেরা উৎসব এখন মাণ্ডভী নদীর তীরে । আর সেই উৎসবে সেরা শো স্টপার এসসি ইস্টবেঙ্গলের ব্রাইট এনোবাখারে । তাঁর ফুটবল স্কিল শুধু লাল হলুদ ফুটবলে ঔজ্বল্য বাড়ায়নি, আইএসএলের সেরা বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে ।
টুর্নামেন্টের বিস্ময় গোল ইতিমধ্যে করে ফেলেছেন । এবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে স্কিলের প্রদর্শনী করলেন । বিরতির পরে দুটো সহজ গোলের সুযোগ কাজে লাগাতে পারলে স্ট্রাইকরেট একশো শতাংশ করে ফেলতেন । কোচ রবি ফাওলার কার্ড সমস্যায় ডাগ আউটে ছিলেন না তবে ডেপুটি অ্যান্টনি গ্রান্টকে ব্লুজ বধের নীল নকশা তৈরি করে দিয়েছিলেন । সেখানে ব্রাইট এনোবাখারে নামের 22বছরের তরুণের জন্য কোনও নির্দিষ্ট সীমারেখা ছিল না ।
আরও পড়ুন এবার জাদেজা, চোটের কারণে নেই চতুর্থ টেস্টে
কোচের নকশার সার্থক ব্যবহার করলেন লাল হলুদের নম্বর 10 । সারা মাঠজুড়ে উঠে নেমে খেলে স্কিলের দাপটে বেঙ্গালুরু রক্ষণকে অস্বস্তিতে রাখলেন । 20মিনিটে অঙ্কিত মুখোপাধ্যায়ের পাস থেকে নারায়ণ দাসের জোরালো পাসে ফ্লিক করে জালে পাঠান মার্টি স্টেইনম্যান । এরপর ডিফেন্স চেরা পাসে দুবার গোলের মুখ প্রায় খুলে দিয়েছিলেন ব্রাইট । কিন্তু হরমনপ্রীত সিং এবং নারায়ণ দাস দুবারই ব্রাইটের পাসের গতি বুঝতে ব্যর্থ হন ।