কলকাতা, 8 নভেম্বর : আইএসএল-এ মাঠে বল গড়ানোর 10 দিন আগেই এসি ইস্টবেঙ্গল তাদের 33 সদস্যের দল বেছে নিল। গত বছরের তুলনায় এ বছরের দলে ভারসাম্য বেশি। গত বছরের আইএসএল-এ সোনার গ্লাভস জয়ী অরিন্দম ভট্টাচার্য যেমন রয়েছেন, তেমনই আদিল খান, রাজু গাইকোয়াড়ের মত অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডার ৷
আক্রমণ এবং মাঝমাঠে ভারতের অনূর্ধ্ব-23 দলের অমরজিত সিং, মহম্মদ রফিক, জ্যাকিচাদ সিং, বিকাশ জাইরু রয়েছেন। বিদেশি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে মানুলো দিয়াজ জোর দিয়েছেন তারুণ্যের ওপর। ফলে পারথ গ্লোরির ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা, ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ফ্রানজো পেরেজরা কার্যত তাঁদের সেরা সময়ে লাল-হলুদ জার্সিতে আইএসএল-এ খেলতে এসেছেন ৷ নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমা, ক্রোট স্ট্রাইকার অ্যান্টেনিও পেরোসোভিককে দলে নেওয়াই হয়েছে তাদের পুরানো দলের হয়ে পারফরম্যান্স এবং ক্রীড়া নৈপুন্যের কারণে ৷