পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

5 বছরের চুক্তিতে সন্দেশ ঝিঙ্গান এটিকে-মোহনবাগানে

ভারতীয় দলের হয়ে আর্ন্তজাতিক ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করা সন্দেশ ঝিঙ্গান বিদেশের ক্লাবে খেলার চেষ্টা করছিলেন । নতুন মরশুমে সেটাই ছিল তাঁর পাখির চোখ । কিন্তু প্যানডেমিক পরিবেশে বিদেশের ক্লাবে খেলার সম্ভাবনা ক্ষীণ হতেই সন্দেশ ঝিঙ্গান দেশের ক্লাবে খেলার দিকে নজর দিয়েছিলেন ।

সন্দেশ ঝিঙ্গান
সন্দেশ ঝিঙ্গান

By

Published : Sep 26, 2020, 4:27 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : পাঁচ বছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানের জার্সি পরে মাঠে নামতে চলেছেন সন্দেশ ঝিঙ্গান। শনিবার তিনি সবুজ মেরুনের চুক্তিতে সই করেন । ভারতীয় দলের তারকা ডিফেন্ডার কেরালা ব্লাস্টার্সের থেকে রিলিজ় নিয়ে ফ্রি ফুটবলার ছিলেন। ফলে তাঁকে দলে নিতে ISL-র একাধিক ক্লাব আগ্রহী ছিল।

কেরালা ব্লাস্টার্সের হয়ে 76টি ম্যাচে প্রতিনিধিত্ব করা তারকা ডিফেন্ডারের এখনও দুই বছরের চুক্তি ছিল। তবে তিনি অনেক আগেই দলবদলের ইচ্ছার কথা বলেছিলেন। "ঝিঙ্গান এখনও এটিকে-মোহনবাগানের পক্ষে সই করেননি। তবে চুড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে।" কয়েকদিন আগে এই কথা বলেছেন তারকা ডিফেন্ডারের ঘনিষ্ঠ এক ব্যক্তি। অবশেষে আলোচনা পর্ব মিটিয়ে এটিকে-মোহনবাগানে সই করলেন সন্দেশ।

ভারতীয় দলের হয়ে আর্ন্তজাতিক ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করা সন্দেশ ঝিঙ্গান বিদেশের ক্লাবে খেলার চেষ্টা করছিলেন । নতুন মরশুমে সেটাই ছিল তাঁর পাখির চোখ । কিন্তু প্যানডেমিক পরিবেশে বিদেশের ক্লাবে খেলার সম্ভাবনা ক্ষীণ হতেই সন্দেশ ঝিঙ্গান দেশের ক্লাবে খেলার দিকে নজর দিয়েছিলেন ।

‘‘এশিয়া মহাদেশের সব ফুটবলাররা লা লিগা কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখে । আপনার মধ্যে যদি নৈপুণ্য, পারদর্শিতা, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকে তাহলে স্বপ্ন পূরণ সম্ভব। ওইসব লিগের ফুটবলাররা এখন ভারতে খেলতে আসছে । এবার আমরা দেখব ভারতীয়রা ইউরোপের মাটিতে খেলছে।" এক সাক্ষাৎকারে বলেছিলেন সন্দেশ ঝিঙ্গান ।

আরও পড়ুন :ISL খেলতে কাল গোয়ায় এটিকে-মোহনবাগান

পরিবর্তিত প‍রিস্থিতিতে ভারতীয় দলের ডিফেন্ডার বলেছিলেন, আন্তেনিও লোপেজ হাবাসের কোচিংয়ে খেলতে আগ্রহী। প্রীতম কোটাল, তিরির সঙ্গে তিনি জোট বাঁধতে চাইছিলেন । গত মরশুমে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি। চলতি মরশুমের ISL সন্দেশ ঝিঙ্গানের কাছে প্রত্যাবর্তনের মঞ্চ হতে চলেছে । সেই সুযোগ কাজে লাগাতে তিনি মরিয়া । তাই এটিকে-মোহনবাগানের জার্সিতে সই করার পরে সন্দেশ ঝিঙ্গানের পুরোনো দাপটে প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা ।

এদিকে, শনিবার সকালে গোয়া রওনা হল এটিকে-মোহনবাগান । ISL-র প্রস্তুতির সলতে পাকানোর কাজ শুরু এটিকে-মোহনবাগান শিবিরে। শনিবার ISL-র প্রথম দল হিসেবে গোয়া গেল সবুজ মেরুন শিবির। প্রণয় হালদার, প্রবীর দাস সহ পুরো ভারতীয় ব্রিগেড গোয়ায় চলে গেল। সহকারী কোচ সঞ্জয় সেন শনিবার দলের সঙ্গে যাননি। তিনি ব্যক্তিগত কিছু কাজ মিটিয়ে কয়েকদিন পরে দলের সঙ্গে যোগ দেবেন।

গোয়ার পথে দল, সমর্থকদের উচ্ছ্বাস

অন্যান্য বছর দেশজুড়ে টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার কোরোনা ভাইরাস প্যানডেমিকের কারণে একটি রাজ্যে ISL হবে । প্রতিটি দলকে বিধিনিষেধের ঘেরাটোপে থাকতে হবে। টুর্নামেন্ট চলাকালীন জৈব বলয়ে থাকতে দলের সবাইকে। তাই প্রতিটি দলকে অনেক আগে পৌঁছে যেতে হবে ।

নভেম্বরে তৃতীয় সপ্তাহের শুরুতে ISL । এগারো দলের টুর্নামেন্ট । প্রতিটি দল তাদের মতো করে দল গোছাচ্ছে । গতবছরের চ্যাম্পিয়ন এটিকে-মোহনবাগান পিছিয়ে নেই। পুরোনো দলের সবাইকে ধরে রাখার পাশাপাশি বেশ কয়েকজন ফুটবলারকে দলে নিয়েছে সবুজ মেরুন । জাতীয় দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের সঙ্গে চুক্তি সম্পন্ন। তাঁর গোয়ায় দলের সঙ্গে যোগদানের বিষয়টি এখন সময়ের অপেক্ষা ।

ABOUT THE AUTHOR

...view details