কলকাতা, 20 অগস্ট : এটিকে মোহনবাগানের সবুজ মেরুন জার্সি এখন অতীত ৷ ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাব এইচএনকে সিবেনির হয়ে খেলবেন সন্দেশ ঝিঙ্গান । দলে সই করার পর ইতিমধ্যেই 55 নম্বর জার্সি পরে ছবি দিয়েছেন ভারতীয় ডিফেন্ডার ৷ ইউরোপের ক্লাবে খেলার সুযোগ পেলেও এটিকে মোহনবাগানের সমর্থকদের আবেগ উন্মাদনা ভুলতে পারছেন না সন্দেশ । ক্লাব ও ক্লাব সমর্থকদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ ৷
গত মরসুমে দেশের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন সন্দেশ ঝিঙ্গান । বিদেশের ক্লাবে তাঁর খেলার ইচ্ছে বহুদিনের । কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানের হয়ে স্বাক্ষর করার আগেও ইউরোপের ক্লাবের খেলার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন । এবছর ক্রোয়েশিয়ার ক্লাব এইচএন সিবেনিতে সুযোগ পেতেই যোগ দিতে দেরি করেননি । তবে সবুজ মেরুন জার্সি পরে যে ভালোবাসা পেয়েছেন তাতে কৃতজ্ঞ তিনি ৷ সন্দেশ বলেছেন, "এটিকে মোহনবাগানের সমস্ত সদস্য সমর্থককে ধন্যবাদ জানাচ্ছি । চোট সারিয়ে মাঠে ফেরার পরে সাফল্য পেয়েছি । তার নেপথ্যে সদস্য সমর্থকদের সমর্থন যেমন রয়েছে, তেমনই কোচ আন্তেনিও লোপেজ হাবাস, সহকারী সঞ্জয় সেন-সহ কোচিং স্টাফদের প্রত্যেকেই আমাকে ভাল খেলতে অনুপ্রাণিত করেছেন । আমি সকলের কাছে কৃতজ্ঞ ।"