পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sandesh Jhingan : এটিকে মোহনবাগান ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞ সন্দেশ - এটিকে মোহনবাগানের কাছে কৃতজ্ঞ সন্দেশ ঝিঙ্গান

গত মরসুমে দেশের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন সন্দেশ ঝিঙ্গান । বিদেশের ক্লাবে তাঁর খেলার ইচ্ছে বহুদিনের । কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানের হয়ে স্বাক্ষর করার আগেও ইউরোপের ক্লাবের খেলার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন । এবছর ক্রোয়েশিয়ার ক্লাব এইচএন সিবেনিতে সুযোগ পেতেই যোগ দিতে দেরি করেননি ।

Sandesh Jhingan
Sandesh Jhingan

By

Published : Aug 20, 2021, 5:39 PM IST

কলকাতা, 20 অগস্ট : এটিকে মোহনবাগানের সবুজ মেরুন জার্সি এখন অতীত ৷ ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাব এইচএনকে সিবেনির হয়ে খেলবেন সন্দেশ ঝিঙ্গান । দলে সই করার পর ইতিমধ্যেই 55 নম্বর জার্সি পরে ছবি দিয়েছেন ভারতীয় ডিফেন্ডার ৷ ইউরোপের ক্লাবে খেলার সুযোগ পেলেও এটিকে মোহনবাগানের সমর্থকদের আবেগ উন্মাদনা ভুলতে পারছেন না সন্দেশ । ক্লাব ও ক্লাব সমর্থকদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ ৷

গত মরসুমে দেশের বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন সন্দেশ ঝিঙ্গান । বিদেশের ক্লাবে তাঁর খেলার ইচ্ছে বহুদিনের । কেরালা ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানের হয়ে স্বাক্ষর করার আগেও ইউরোপের ক্লাবের খেলার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন । এবছর ক্রোয়েশিয়ার ক্লাব এইচএন সিবেনিতে সুযোগ পেতেই যোগ দিতে দেরি করেননি । তবে সবুজ মেরুন জার্সি পরে যে ভালোবাসা পেয়েছেন তাতে কৃতজ্ঞ তিনি ৷ সন্দেশ বলেছেন, "এটিকে মোহনবাগানের সমস্ত সদস্য সমর্থককে ধন্যবাদ জানাচ্ছি । চোট সারিয়ে মাঠে ফেরার পরে সাফল্য পেয়েছি । তার নেপথ্যে সদস্য সমর্থকদের সমর্থন যেমন রয়েছে, তেমনই কোচ আন্তেনিও লোপেজ হাবাস, সহকারী সঞ্জয় সেন-সহ কোচিং স্টাফদের প্রত্যেকেই আমাকে ভাল খেলতে অনুপ্রাণিত করেছেন । আমি সকলের কাছে কৃতজ্ঞ ।"

আরও পড়ুন : Afghanistan Crisis : বিমানের চাকায় লেগে থাকা দেহাবশেষ 19 বছরের আফগান ফুটবলারের

28 বছর বয়সী এই ফুটবলার ক্রোয়েশিয়ার ক্লাবের প্রথম একাদশে জায়গা করে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী । তিনি মনে করেন, যদি জায়গা না করতে পারেন, তাহলে আরও বেশি পরিশ্রম করতে হবে । সেই মানসিকতা নিয়েই প্রথম দিন থেকে নিংড়ে দিতে চান । কেরালা ব্লাস্টার্সের হয়ে ছয় বছর, এটিকে মোহনবাগানের জার্সিতে এক বছর খেলার অভিজ্ঞতায় নিকোলাস আনেলকা, রোবার্তো কার্লোস, মালুদা, আলেসান্দ্রো দেল পিয়েরো, রবার্ট পিরেসের মত খেলোয়াড়দের সান্নিধ্যে উপকার হওয়ার কথা দেশের এক নম্বর ডিফেন্ডারের মুখে । আইএসএলের জন্য নিজের ফুটবলের উন্নতি এবং দেশের ফুটবলের সামগ্রিক অগ্রগতি হয়েছে বলে মনে করেন । আপাতত দেশীয় ক্লাব ফুটবলকে আলবিদা জানিয়ে সন্দেশ ঝিঙ্গানের পাখির চোখ ক্রোয়েশিয়ার ক্লাব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করা ।

ABOUT THE AUTHOR

...view details