পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ডার্বি এবং ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন সন্দেশ ঝিঙ্গান

সন্দেশ ঝিঙ্গান নিজের স্বপ্নপূরনের কথা বলছেন । কেরালা ব্লাস্টার্সের হয়ে দুটো ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল খেলেছেন । তবে ট্রফি জয়ের স্বপ্ন সফল হয়নি । ফলে প্রথমবার সবুজ-মেরুন জার্সি চাপিয়ে ভারতীয় দলের একনম্বর ডিফেন্ডার বলছেন, ISL-এ চ্যাম্পিয়ন হওয়াই তাঁর পাখির চোখ ।

সন্দেশ ঝিঙ্গান
সন্দেশ ঝিঙ্গান

By

Published : Nov 19, 2020, 9:21 AM IST

কলকাতা, 19 নভেম্বর : ইন্ডিয়ান সুপার লিগে নিজের লক্ষ্য স্থির করে ফেললেন এটিকে-মোহনবাগানের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান । 20 নভেম্বর ISL-এর বল গড়াচ্ছে । প্রথম ম্যাচে আন্তেনিও লোপেজ হাবাসের দলের বিরুদ্ধে খেলবেন কিবু ভিকুনার ছেলেরা ।

গত মরশুমের ISL চ্যাম্পিয়ন কোচ ফুটবল বুদ্ধির দ্বৈরথে নামবেন আই লিগ চ্যাম্পিয়ন কোচের ফুটবল বুদ্ধির বিরুদ্ধে । নতুন মরশুমে একই মঞ্চে দুই স্প্যানিশ কোচ । তবে কোচেদের লক্ষ্য নিয়ে মাথা ঘামানোর চেয়ে সন্দেশ ঝিঙ্গান নিজের স্বপ্নপূরনের কথা বলছেন । কেরালা ব্লাস্টার্সের হয়ে দুটো ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল খেলেছেন । তবে ট্রফি জয়ের স্বপ্ন সফল হয়নি । ফলে প্রথমবার সবুজমেরুন জার্সি চাপিয়ে ভারতীয় দলের একনম্বর ডিফেন্ডার বলছেন ISL-এ চ্যাম্পিয়ন হওয়া তাঁর পাখির চোখ ।

"ফাইনালে উঠে চ্যাম্পিয়ন না হওয়ার যন্ত্রণা সবার হয় । আমারও হয়েছে । সেই জন্য চ্যাম্পিয়ন হয়ে ট্রফি ছুঁতে চাই । কলকাতায় খেলতে আসার আরও দুটো কারণ আমার রয়েছে । এবছর শীর্ষে থেকে লিগ শেষ করলে পরের মরশুমে AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করব । এই মরশুমে AFC কাপে ভালো ফল করতে চাই" । বলছেন সন্দেশ ঝিঙ্গান ।

ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই পুরোনো দলের বিরুদ্ধে নামতে হবে । প্রাক্তন দল নিয়ে শব্দ খরচ করতে চান না তিনি । বরং অনেক দিন পর টুর্নামেন্ট খেলতে নামার আনন্দ নিতে চান । গত বছর চোটের জন্য মাঠের বাইরে ছিলেন । সুস্থ এবং ফিট হয়ে মাঠে ফিরে পুরানো ছন্দ ফিরে পেতে মরিয়া । প্র্যাকটিসে তাঁর ফুটবলে আশার আলো সবুজ-মেরুন অন্দরে । তিরির সঙ্গে জুটি বেঁধে খেলবেন । গত বছর কেরালার বিরুদ্ধে জিততে না পারলেও চ্যাম্পিয়ন হয়েছিলেন রয় কৃষ্ণরা । সেই পরিসংখ্যানে চোখ দিয়ে সন্দেশ ঝিঙ্গান বলছেন, কেরালার বিরুদ্ধে চাকা ঘোরানো পাখির চোখ । তাই প্রথম ম্যাচে তিন পয়েন্ট পেতে মরিয়া হতে চান ।

কলকাতার কোনও দলে না খেলায় ডার্বি খেলার অভিজ্ঞতা নেই । এবার সেই অভিজ্ঞতার সাক্ষী হবেন । তাঁর মতে, বিশ্বের প্রথম তিন বড় ডার্বির মধ্যে থাকবে সবুজ মেরুন বনাম লাল হলুদের লড়াই । প্রতিটি ফুটবলার তাই এই ম্যাচে মাঠে নামার স্বপ্ন দেখেন । যার থেকে ব্যতিক্রম নন সন্দেশ ঝিঙ্গান । বলছেন লড়াইটা এগারো বনাম এগারোর । তাই প্রথম ডার্বি জয়ের লক্ষ্য মাথায় থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details