পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুব্রতর শব্দব্রহ্ম থামাতে চামারোই ভরসা মোহনবাগানে !

সবুজ মেরুন ডাগ আউটেই শুধু নয় ভারতীয় ক্লাব ফুটবলেও অভিষেক হতে চলেছে স্প্যানিশ কোচের । ডুরান্ডের মতো পুরোনো টুর্নামেন্টে নামার আগে হোমওয়ার্ক সারা তাঁর । এখনও পর্যন্ত মোহনবাগানের ঘরে ডুরান্ড 16 বার উঠেছে জানেন । কলকাতার মাটিতে সেই সংখ্যাটা বাড়াতে চান । তাই ডুরান্ড ও কলকাতা লিগের জন্য দল তৈরি বলে ঘোষণা করে দিয়েছেন । গত একমাস ধরে দলের প্রস্তুতিতে খুশি কিবু ভিকুনা বলছেন দলটা নতুন । তাই সময় দরকার।

কিবু

By

Published : Aug 2, 2019, 9:42 AM IST

Updated : Aug 2, 2019, 9:48 AM IST

কলকাতা, 2 অগাস্ট : সুব্রত ভট্টাচার্য শব্দব্রহ্মে মোহনবাগানের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ছেন, তখন সালভো চামারোকে নিয়ে অঙ্ক কষছেন কিবু ভিকুনা । সবুজ মেরুন ডাগ আউটেই শুধু নয় ভারতীয় ক্লাব ফুটবলেও অভিষেক হতে চলেছে স্প্যানিশ কোচের । ডুরান্ডের মতো পুরোনো টুর্নামেন্টে নামার আগে হোমওয়ার্ক সারা তাঁর । এখনও পর্যন্ত মোহনবাগানের ঘরে ডুরান্ড 16 বার উঠেছে জানেন । কলকাতার মাটিতে সেই সংখ্যাটা বাড়াতে চান । তাই ডুরান্ড ও কলকাতা লিগের জন্য দল তৈরি বলে ঘোষণা করে দিয়েছেন । গত একমাস ধরে দলের প্রস্তুতিতে খুশি কিবু ভিকুনা বলছেন দলটা নতুন । তাই সময় দরকার। যেভাবে দল অনুশীলন করেছে তাতে কোচ হিসেবে খুশি ।

দেখুন প্যাকটিসে ভিডিয়ো

মোহনবাগানের ডাগ আউটে এবার চার বিদেশি স্পেনের । সালভো চামারো, ফ্রান মোরান্তে, ফ্রান গঞ্জালেস ও বেইটের মধ্যে যেকোনও তিনজন খেলবেন । তবে সেই তিন কারা তা ভাঙেননি । বন্ধ দরজার আড়ালে শেষ প্রস্তুতি সেরেছেন । তবে প্রতিপক্ষ মহমেডানের ডাগ আউটে মুসা, ওমোলোজার মতো বিদেশি রয়েছে জানেন । এমন কী, তীর্থঙ্কর সরকারের মত সবুজ মেরুন প্রাক্তনীর খবরও রয়েছে কিবু ভিকুনার নোটবুকে। প্রতি তিনদিনে একটি করে ম্যাচ খেলা ঝক্কির তা মানছেন । অজুহাত না দিয়ে দলের তিরিশজন ফুটবলারের দক্ষতায় আস্থা রাখতে চান । স্প্যানিশ ফুটবলের সৌন্দর্য বলের দখল ও পাসিং ফুটবলে । কিবু ভিকুনা বলছেন, আক্রমণাত্মক ফুটবলে ভর দিয়ে গোল মুখ খোলাই পাখির চোখ তাঁর ।

Last Updated : Aug 2, 2019, 9:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details