কলকাতা, 4 ডিসেম্বর : তিন ম্যাচে তিন গোল । চ্যাম্পিয়নের সাজঘরে সমস্যার জটিলতা থাকলেও হাবাসের মুকুটে জয়ের হ্যাটট্রিক । আইএসএলের ইতিহাসে শুরুর তিন ম্যাচে জয়ের হ্যাটট্রিকে নয়া নজির এটিকে-মোহনবাগানের । একশো শতাংশ সাফল্যের রসায়নের রহস্য কী?
বিশেষজ্ঞরা বলছেন, হাবাসের আস্তিনে রয়েছেন রয় কৃষ্ণ । "আনহোনিকে হোনি কর দে" এই গানের কলির বাস্তবায়ন সবুজ -মেরুন জার্সিতে ফিজির এই স্ট্রাইকার । ইতিমধ্যে প্লেয়ার অব দ্য মান্থের মুকুট তাঁর মাথায় উঠেছে । তবে এখানেই সন্তুষ্ট নন এটিকে মোহনবাগানের গোলমেশিন । নিজের খেলোয়াড় জীবনে আগে যা কখনও হয়নি তা করতে পেরে খুশি রয় কৃষ্ণ ।
"শুরুর প্রথম তিন ম্যাচের প্রতিটিতে গোল করার কৃতিত্ব আমার নেই। তবে তার পরবর্তী তিনটি ম্যাচের প্রতিটিতে দুটো করে গোল করার নজির আমার রয়েছে । এবার তা ভাঙার চেষ্টা করব," উচ্ছ্বাস, আত্মবিশ্বাস হাবাসের দলের একনম্বর স্ট্রাইকারের গলায় । আইএসএলের প্রথম ম্যাচ থেকেই নকআউটে মানসিকতা নিয়ে খেলাতেই এটিকে-মোহনবাগান এবার অনেক বেশি আগ্রাসী । রয় কৃষ্ণ বলছেন ওড়িশা ম্যাচে শেষ মিনিট পর্যন্ত লড়াইয়ের পর জয় এসেছে । সেই কারণেই গত দুই ম্যাচের তুলনায় ওড়িশা ম্যাচটি বিশেষ গুরুত্বের ।
প্র্যাকটিসে শট মারার অনুশীলনের পাশাপাশি নিয়মিত হেড প্র্যাকটিস করেন তিনি । সেই প্র্যাকটিসের ফল ওড়িশা ম্যাচে হেডে গোল । ফলে খুশিটা রয় কৃষ্ণের কাছে অন্যরকম । এটিকে-মোহনবাগানের গোলমেশিন ইতিমধ্যে হিন্দি ভাষায় সড়গড় হওয়ার চেষ্টা করছেন । সাজঘরে তাঁর ভূমিকা বড় দাদার মত । তারকা সুলভ হাবভাবের বদলে নিজেকে টিমম্যান হিসেবে মেলে ধরতেই বেশি পছন্দ করছেন । ডার্বির দুটো গোলের মধ্যে নিজের থেকেও মনবীরের গোলটিকে বিশ্বমানের বলে প্রশংসা করেছেন । ওড়িশার বিরুদ্ধে গোলটি উৎসর্গ করলেন নিজের ধাত্রী মাকে ।
"বৃহস্পতিবার গোল করার পরে বিশেষ সেলিব্রেশন করেছিলাম আমার মায়ের জন্য । ওনার জন্মদিন ছিল । নিউজিল্যান্ডে যখন ছিলাম তখন আমাকে বিশেষ যত্নে বড় করে তুলেছিলেন । জীবনের এই পর্যায়ে আসার জন্য যে ক'জনের সাহায্য পেয়েছি তার মধ্যে উনি অন্যতম । খেলার দিন ফোন করে উদ্বুদ্ধ করেন । আমার মা আমার বড় সমর্থক, "শ্রদ্ধা রয় কৃষ্ণের গলায় ।
সামনের আটদিনে তিনটি ম্যাচ খেলতে হবে এটিকে মোহনবাগানকে । ব্যস্ত সূচির ঝক্কি সামলে ভালো পারফরম্যান্স পাখির চোখ । সেই জন্য শারীরিক এবং মানসিকভাবে ফিট রাখার প্রয়োজনীয়তার কথা বলছেন রয় কৃষ্ণ । এবং সেটা শুধু তিনি নন পুরো দলের রিংটোন । ওড়িশার মার্সেলিনহো চোট পেয়ে বেরিয়ে যাওয়াতে সুবিধা হয়েছিল মনে করেন । তবে ব্রাজিলিয়ান ফুটবলারকে বড় ফুটবলার মানছেন একই সঙ্গে । প্রথম তিন ম্যাচে লক্ষ্য পূরণ হয়েছে । এবার পরবর্তী ম্যাচের জন্য লক্ষ্য স্থির করার ডাক ।