পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ATK Mohun Bagan: মিশন উজবেকিস্তান নিয়ে নিজের লক্ষ্যের কথা জানালেন রয় কৃষ্ণ - এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল

22 সেপ্টেম্বর উজবেকিস্তানের ক্লাব দলের বিরুদ্ধে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে এটিকে মোহন বাগান। 19 সেপ্টেম্বর তারা রওনা হচ্ছে ৷ তার আগে দল এবং নিজের পরিকল্পনার কথা জানালেন সবুজ-মেরুনের গোল মেশিন রয় কৃষ্ণ।

roy krishna
নিয়ে লক্ষ্যের কথা জানালেন রয় কৃষ্ণ

By

Published : Sep 17, 2021, 3:29 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: সবুজ-মেরুন সমর্থকদের চোখে গোল এবং রয় কৃষ্ণ যেন একই মুদ্রার দুই পিঠ ৷ ভারতীয় ফুটবলে পা-দেওয়ার দিন থেকেই ফিজিয়ান স্ট্রাইকার নিজেকে গোলমেশিন হিসেবে মেলে ধরেছেন ৷ আইএসএল বা এএফসি কাপে এটিকে মোহনবাগানের কোচ আন্তেনিও লোপেজ হাবাসের কাছে গোল করার 'মধুসূদন দাদা' রয় কৃষ্ণ।

22 সেপ্টেম্বর উজবেকিস্তানের ক্লাব দলের বিরুদ্ধে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন। 19 সেপ্টেম্বর তারা রওনা হচ্ছে ৷ তার আগে দল এবং নিজের লক্ষ্যের কথা জানালেন রয় কৃষ্ণ। প্রত্যাশার চাপ প্রতিবছর বেড়ে চলেছে। তাই নিয়ে বাড়তি চিন্তা করার বদলে প্রত্যাশার চাপ থেকে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করেন তিনি। "আমার একটাই লক্ষ্য দলের জয়ের ক্ষেত্রে সাহায্য করা। যদি আমি গোল করার সুযোগ পাই তাহলে গোল করব। সতীর্থদের জন্য গোল করার পথ খুলে দেওয়ার সুযোগ পেলে সেটাই করব ৷ আমরা প্রধান লক্ষ্য দলের জয়। প্রয়োজনে গোল রোখার কাজ করতে রাজি ৷" বলেন সবুজ-মেরুন জার্সির একুশ নম্বর।

প্রতিপক্ষের ডিফেন্ডাররা ফিজিয়ান স্ট্রাইকারের পা-থামাতে মরিয়া। বিপক্ষের জাল কেটে গোলের রাস্তা বের করা সবসময়ই চ্যালেঞ্জিং। এটিকে স্ট্রাইকার বলেন, "প্রত্যেক দল রক্ষণ সামলাতে চায়। তাই তাদের নজর এড়ানোর জন্য তৈরি থাকতেই হবে ৷ কোচ সেভাবেই ছক কৌশল সাজান, আমরা তার বাস্তবায়নের চেষ্টা করি ৷ আমাদের দলের ডিফেন্স এবং মাঝমাঠ শক্তিশালী। ফলে তারাই খেলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে ৷ বলের দখল নিজেদের পায়ে রাখার পাশাপাশি গোল করার সুযোগ তৈরি করে ৷"

আরও পড়ুন:তৈরি হয়েই ডার্বিতে নামতে চান লালহলুদ 'হেডস্যার'

এএফসি কাপের এই পর্বের প্রতিপক্ষ কঠিন হবে ধরে নিয়ে তৈরি হচ্ছেন সবুজ-মেরুনের গোল মেশিন। তাঁর মতে, প্রতিপক্ষ কঠিন তাই তাদের যতটা সম্ভব প্রস্তুতি নিতে হবে ৷ পরের পর্বে যাওয়ার জন্য ক্লাবের কাছে এই ম্যাচের জয় জরুরি ৷ তা সম্ভব হলে বিষয়টি দারুণ কৃতিত্বের হবে বলে মনে করেন। বাগানের গোলমেশিন বলেন, "ব্যক্তিগতভাবে এখানে সাফল্য পাওয়া আমার কাছেও বড় কৃতিত্বের। প্রতিপক্ষ ঘরের মাঠে খেলার সুবিধা পাবে ৷ তবুও আমাদের জয় পাওয়া সম্ভব। তবে ম্যাচটা কঠিন। প্রতিপক্ষ শিবিরে ভালমানের বিদেশি ফুটবলার রয়েছে। ওদের দেশে লিগ শুরু হয়ে যাওয়াতে ম্যাচ খেলার সুবিধা ও ভাল করে প্রস্তুতি নেওয়ার সুযোগ মিলেছে ৷ আমরা উজবেকিস্তানে জেতার জন্যই যাব। সেই জন্য নিংড়ে দিতে হবে ৷" গতবছরের তুলনায় চলতি বছরের আক্রমণভাগের বৈচিত্র্য এবং শক্তি বেশি, যা বাড়তি সুবিধা দেবে বলেও মানছেন রয় কৃষ্ণ।

ABOUT THE AUTHOR

...view details